টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আরও দুই মাস। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। তবে টুর্নামেন্ট শুরুর দুই মাস আগেই জার্সি উন্মোচন করল টিম ইন্ডিয়া।
বুধবার (৩ ডিসেম্বর) ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে ভারত। রায়পুরে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের ইনিংস শেষ হওয়ার পর মাঠেই জার্সি উন্মোচন করা হয়।

ভারতের বিশ্বকাপ জার্সি। ছবি- সংগৃহীত
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। দলের আরেক সদস্য তিলক ভার্মাও ছিলেন সেখানে। এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকীয়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে থাকায় এক অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
২০২৪ সালে রোহিত শর্মার হাত ধরে দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপার দেখা পায় ভারত। তবে বিশ্বকাপ দিয়েই টি-টোয়েন্টি দল থেকে অবসরে যান রোহিত। তাই এবার ভারতীয় দলে দেখা যাবে না তাকে। তবে আগামী বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে থাকছেন তিনি। জার্সি উন্মোচন শেষে ভারতীয় দলকে শুভকামনা জানিয়েছেন এই মারকুটে ওপেনার।
রোহিত বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর ভারতে অনুষ্ঠিত হবে। আমি আশা করছি এই বিশ্বকাপে বেশ উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা হবে। আমাদের দলের জন্য শুভকামনা সব সময় থাকবে। আমি নিশ্চিত সবাই ভারতীয় দলের পাশে থাকবেন এবং সমর্থন জানাবেন। আমাদের ক্রিকেটারেরাও নিজেদের সর্বোচ্চটা দিয়ে মাঠে লড়াই করবে।’
সবশেষ শিরোপা জয়ে অনূভুতি জানিয়ে রোহিত বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা জিতেছিলাম ২০০৭ সালে। এরপর দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় শিরোপার দেখা পেয়েছি। আমাদের এ যাত্রাটা অনেক দীর্ঘ ছিল। এই শিরোপা জয়ের পথে ছিল অনেক উত্থান-পতন। দ্বিতীয়বার শিরোপা জেতার অনুভূতি ছিল অনেক দুর্দান্ত।’
আগামী বছরের ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠবে। ২০ দলের এই টুর্নামেন্টে ফাইনালসহ মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৫/বিটি