Connect with us
ক্রিকেট

নোয়াখালীর জার্সিতে বিপিএল মাতাতে আসছেন নবি

Nabi is coming to light up the BPL in Noakhali’s jersey.
২০২৬ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন মোহাম্মদ নবি। ছবি- এপি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম সম্পন্ন হয়েছে তিন দিন আগেই। তবে নিলামের পরও থামছে না ফ্রাঞ্চাইজিগুলোর চমক। সরাসরি চুক্তিতে তারকা খেলোয়াড়দের দলে নিচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। এবার চমক নিয়ে হাজির প্রথমবার বিপিএলে নাম লেখানো নোয়াখালী এক্সপ্রেস। 

বিপিএলের এবারের আসরে নোয়াখালীর জার্সিতে মাঠ মাতাবেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি। বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নবিকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালী।

বিপিএলের সবশেষ আসরে ফরচুন বরিশালের জার্সিতে মাঠ মাতিয়েছেন নবি। কিন্তু এবারের আসরে অংশ নেয়নি বরিশাল। এবার নতুন ঠিকানায় দেখা যাবে বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগ মাতানো এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।



২০১৩ সাল থেকেই বিপিএলে অনেকটা নিয়মিত নবি। তার বিপিএল অভিষেক ঘটেছিল সিলেট রয়্যালসের জার্সিতে। এ পর্যন্ত পাঁচটি ফ্রাঞ্চাইজির হয়ে আটটি আসরে খেলেছেন তিনি। সবমিলিয়ে ৭১ ম্যাচে ব্যাট হাতে ৭৬২ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে শিকার করেছেন ৭৯টি উইকেট।

নিলামের পর আরও এক বিদেশিকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। লঙ্কান ব্যাটার আভিস্কা ফার্নান্দো খেলবেন ফ্রাঞ্চাইজিটির হয়ে। নিলামের আগে আরেক লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস এবং ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লসকে দলে নিয়েছে তারা। এরপর নিলামে পাকিস্তানের ব্যাটার হায়দার আলী ও পেসার ইহসানউল্লাহকে দলে টেনেছে নবাগত এই ফ্রাঞ্চাইজিটি।

২০২৬ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড :

দেশি : সৌম্য সরকার, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ আবু হাসিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতুল্লাহ আলী।

বিদেশি : জনসন চার্লস, কুশল মেন্ডিস, মোহাম্মদ নবি, আভিস্কা ফার্নান্দো, ইহসানউল্লাহ, হায়দার আলী।

ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট