Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টিতে ফিরলেন হার্দিক, গিলের খেলা নিয়ে অনিশ্চয়তা

Gill and Hardik
শুভমান গিল ও হার্দিক পান্ডিয়া। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় দুই মাস পর জাতীয় দলে ফিরছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। জাতীয় দলে ফেরার পথটা সহজ ছিল না তার জন্য, ঘরোয়া ক্রিকেটে ফিটনেসের প্রমাণ দিয়ে তবেই জায়গা মিলেছে জাতীয় দলে। 

হার্দিক ফিরলেও শেষ হয়নি শুবমান গিলের অপেক্ষা। ফিটনেসের ছাড়পত্র পেলেই তিনি খেলতে পারবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৫ জনের দলে রাখা হয়েছে গিলকেও। তবে এই তারকা ওপেনারের খেলা এখনও নিশ্চিত নয়।



কলকাতা টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় ঘাড়ে চোট পেয়েছিলেন গিল। সেই চোট এতটাই তীব্র ছিল যেন কলকাতার একটি হাসপাতালে আইসিইউতেও থাকতে হয়েছিল ভারতের টেস্ট ও ওয়ানডের নিয়মিত অধিনায়ককে।

চোট থেকে মুক্তি পেয়ে আপাতত বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়া চলছে গিলের। সেখান থেকে ছাড়পত্র পেলেই কেবল টি-টোয়েন্টিতে খেলতে পারবেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।

গিল ও পান্ডিয়াকে ফেরায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে থাকা রিঙ্কু সিং ও নিতিশ কুমার রেড্ডি।

কুটাকে ৯ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের মুখোমুখি হবে ভারত। এরপর চন্ডীগড়ে ১১ ডিসেম্বর, ধর্মশালায় ১৪ ডিসেম্বর, লখনৌতে ১৭ ডিসেম্বর ও আহমেদাবাদে ১৯ ডিসেম্বর মুখোমুখি হবে দু’দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক, ফিটনেস প্রমাণ সাপেক্ষে), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তী, আর্শদিপ সিং, কুলদিপ যাদব, হার্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।

ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট