Connect with us
ক্রিকেট

অনিচ্ছা সত্ত্বেও কেন ঘরোয়া লিগে খেলতে হবে কোহলিকে?

KOHLI
বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

এবার ভারতের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে খেলবেন বিরাট কোহলি। ২৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া ৫০ ওভারের এই টুর্নামেন্টে দিল্লির হয়ে খেলবেন তিনি। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) কোহলির খেলার বিষয়টি নিশ্চিত করেছে। শেষ কবে এই লিগে খেলেছিলেন কোহলি, এমন প্রশ্নের উত্তর খুঁজতে হলে ক্যালেন্ডারের পাতা উল্টাতে হবে ১৫ বছরের।

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর শর্ত দিয়েছিলেন, জাতীয় দলে খেলতে হলে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে ক্রিকেটারদের। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’কে একটি সূত্র জানিয়েছে, বিজয় হাজারে ট্রফিতে খেলার ইচ্ছার কথা এর আগেই বিসিসিআইয়ের নির্বাচক কমিটিকে জানিয়েছেন রোহিত শর্মা। কিন্তু কোহলি শুরুতে এই টুর্নামেন্টে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

এনডিটিভির মতে, ‘সমস্যাটি বিজয় হাজারে ট্রফিকে ঘিরে। সহজ কথায়, সে (কোহলি) এই টুর্নামেন্টে খেলতে চায় না। কিন্তু রোহিত শর্মা খেলতে চাইলে শুধু একজন খেলোয়াড়ের ক্ষেত্রে কীভাবে ব্যতিক্রম হবে? আর আমরা অন্য খেলোয়াড়দের কি বলব, কেউ একজন তোমাদের বাকি সবার চেয়ে আলাদা?’



ভারতের হয়ে এখন শুধু ওয়ানডে ফরম্যাটেই দেখা যায় কোহলিকে। বিসিসিআই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়ায় খেলা বাধ্যতামূলক করেছে। ডিডিসিএ সচিব অশোক শর্মা ক্রিড়া ভিত্তিক সংবাদমাধ্যম  ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘তিনি অবশ্যই কিছু ম্যাচ খেলবেন। তবে পুরো টুর্নামেন্টে খেলবেন কি না, তা নিশ্চিত নই। এটা ভারতের ম্যাচের ওপর নির্ভর করবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৩৫ রানের ও আজ দ্বিতীয় ম্যাচে ১০২ রানের  ইনিংস খেলে সমালোচকদের জবাব দিয়েছেন কোহলি। বিজয় হাজারে ট্রফিতে কোহলি সবশেষ খেলেছেন ২০০৯-১০ মৌসুমে।

বিজয় হাজারে ট্রফিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৬৮.২৫ গড়ে ১০৬.০৮ স্ট্রাইক রেটে চার সেঞ্চুরি ও তিনটি ফিফটি পেয়েছেন কোহলি। এবার ‘ডি’ গ্রুপে দিল্লির প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো গুজরাট, সার্ভিসেস, সৌরাষ্ট্র, ওডিশা, রেলওয়েজ, হরিয়ানা ও অন্ধ্র। ২৪ ডিসেম্বর প্রথম ম্যাচে দিল্লির প্রতিপক্ষ অন্ধ্র।

ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট