রায়পুরে আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও তিন অঙ্কের দেখা পেয়েছেন বিরাট কোহলি। এই সেঞ্চুরিতে ওয়ানডে ক্যারিয়ারে ৫৩তম সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। আর আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির শতকের সংখ্যা দাঁড়ালো ৮৪।
সেঞ্চুরির পর ইনিংস আর বড় করতে পারেননি কোহলি, ফিরেছেন ১০২ রানে। সেঞ্চুরির পর ইনিংস বড় না হলেও শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শকদের পূর্ণ বিনোদনই দিয়েছেন কোহলি। আন্তর্জাতিক ওয়ানডেতে এ নিয়ে ৩৪টি ভিন্ন মাঠে সেঞ্চুরি করলেন তিনি। তার আগে ৩৪টি ভিন্ন মাঠে ওয়ানডে সেঞ্চুরির কীর্তি ছিল আরেক ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের।
এমন এক মুহূর্তে পরপর দুই ম্যাচে কোহলি সেঞ্চুরি করলেন, যখন এই সিরিজের আগে অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় তার অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবশ্য ওই সিরিজেই শেষ ম্যাচে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে সমালোচকদের দত ভাঙা জবাব দিয়েছিলেন কোহলি।
প্রোটিয়াদের বিপক্ষে যেন নিজের সেরা ছন্দই দেখালেন কোহলি। ৯০ বলে ৭ চারের ২ ছক্কায় পূরণ করেছেন নিজের সেঞ্চুরি। এই নিয়ে ক্যারিয়ারে ১১তম বার পরপর দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটার। সবশেষ ২০২২-২৩ সালে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৬ বার পরপর দুই ম্যাচে সেঞ্চুরি পেয়েছে এবি ডি ভিলিয়ার্স।
ইনিংসের ৫ম ওভারে রোহিত শর্মার বিদায়ের পর ক্রিজে আসেন কোহলি। কোহলি আসার কিছুক্ষণ পরেই বিদায় নেন আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল। এরপর রুতুরাজ গায়কোয়াদকে নিয়ে তৃতীয় উইকেটে ১৯৫ রানের বিশাল জুটি গড়েন কোহলি।
ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৫/এআই