Connect with us
ক্রিকেট

চুক্তির বাকি টাকা বিসিবির কাছে চাইলেন বিজয়

Anamul Haque Bijoy
এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত

ফিক্সিং সন্দেহে বিপিএলের সর্বশেষ নিলাম থেকে বাদ পড়ার পর এবার আগের আসরের বকেয়া পারিশ্রমিক নিয়ে সরাসরি বিসিবির কাছে দাবি তুলেছেন এনামুল হক বিজয়। নিজের ফেসবুক লাইভে তিনি জানিয়েছেন, বিষয়টি নতুন নয় অনেক আগেই বিপিএল গভর্নিং কাউন্সিল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছিল। তারা কথাও দিয়েছিলো আমাদের(পেমেন্টের) সকল দায়িত্ব তারা নিচ্ছেন।

ফেসবুক লাইভে বিজয় বলেন, রাজশাহী দলের সঙ্গে তার চুক্তিপত্র, দলটির দেওয়া ‘খালি’ চেক এবং বিসিবিকে পাঠানো মেইল সবকিছুই তিনি প্রকাশ করেছেন। তিনি বলেন, “১০–১৫ দিন হয়ে গেছে মেইল করেছি, কোনো জবাব পাইনি। আমি যে পারিশ্রমিক পাইনি, সেটা সবাইকে জানিয়েছি। এটা নতুন কিছু না।”

বিজয়ের অভিযোগ, ডিরেক্ট সাইনিং ট্যাগকে সামনে এনে বিসিবি দায় এড়িয়ে যাচ্ছে, “বলা হচ্ছে ডিরেক্ট সাইনিংয়ের খেলোয়াড়দের টাকা বিসিবি দেবে না। তাহলে আমি কাদের হয়ে খেলেছি? রাজশাহী দল তো বিসিবির অধীনেই ছিল। আর যদি ডিরেক্ট সাইনের কারণে টাকা না দেন, তাহলে আমার বেস প্রাইস ছিল ৪০ লাখ টাকা। ড্রাফটে গেলে সেই টাকা পেতাম। সেই টাকা কে দিত? সেটাও তো পাইনি।”



তিনি মনে করিয়ে দেন, ওই মৌসুমে রাজশাহী দলের পেমেন্ট জটিলতা নিয়ে খেলোয়াড়রা অনুশীলন বয়কট করেছিলেন। পরে বিসিবির অনুরোধে দল আবার মাঠে নামে, “তখন ফারুক স্যার, আকরাম খানসহ অনেকে এসে কথা বলেছেন। বলা হয়েছিল, সবাই পেমেন্ট পাবে। ডিরেক্ট সাইন বা ড্রাফট কেউ আলাদা না। আমরা সেই কথায় খেলা চালিয়ে গেছি।”

বিজয় দাবি করেন, অভিযোগগুলো এসেছে টুর্নামেন্ট শেষ হওয়ার পর, “যদি সত্যিই খেলার সময় অভিযোগ থাকত, আমরা তো তখনই খেলা বন্ধ করে দিতে পারতাম। বিসিবির কথায় খেলেছি। এখন যদি বলেন টাকাই দেবেন না, তাহলে তো আমরা ব্যবহারই হলাম।”

নিজের পারফরম্যান্সের কথাও তুলে ধরেন তিনি, “আমি খেলে গেছি, সেঞ্চুরি করেছি, দলের জন্য লড়েছি। পঞ্চম সর্বোচ্চ রান করেছি। এরপর যদি বলা হয় টাকা দেব না এটা কীভাবে মেনে নেব?”

শেষে তিনি বলেন, “আমি অবৈধ কিছু চাইছি না। চুক্তিতে যেটা ছিল, সেটাই চাই। কমিটমেন্টটা কোথায় গেল? মিডিয়ায় কথা বলা যাবে, কিন্তু সরাসরি সমাধানের কথা বলা যাবে না এটা তো হওয়া উচিত না।”

ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট