নিলামের আগেই সরাসরি চুক্তিতে দুই বিদেশি ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ও উসমান খানকে দলে নিয়েছিল ঢাকা ক্যাপিটালস। আর নিলাম থেকে লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকার সঙ্গে জুবাইরউল্লাহ আকবরিকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। এবার পাকিস্তান অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে নিয়ে নিজেদের শক্তিমত্তা বাড়াল ঢাকা।
ইমাদ ওয়াসিম পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৭৫ টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সকল ধরনের ক্রিকেটে তার নামের পাশে ব্যাট হাতে রয়েছে ৪ হাজার ৩২৭ রান। আর বোলিংয়ে তিনি শিকার করেছেন ৩৭৭ উইকেট। তাকে দলে নিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে জানিয়েছে ঢাকা ক্যাপিটাল।
বিপিএলের এবারের আসরে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কান দাসুন শানাকাকে দলে নিয়েছে ঢাকা। এছাড়াও আফগান ব্যাটার জুবাইদ আকবরি আছেন। সরাসরি চুক্তিতে নিলামের আগে ঢাকা দলে নিয়েছে ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস ও পাকিস্তানি তারকা উসমান খানকে।
নিলামে ঢাকা ক্যাপিটালস খরচ করেছে ৪ কেটি ৩১ লাখ ৭৫ হাজার টাকা। আর দেশি খেলোয়াড়দের জন্য দলটি খরচ করেছে ৩ কোটি ৩৮ লাখ টাকা। বলা যায় শক্তিশালী বিদেশিদের ইউনিট তৈরির চেষ্টা করেছে ঢাকা ক্যাপিটালস। বিপিএল শুরুর আগে আরও বেশ কিছু চমক প্রত্যাশা করছে দলটির সমর্থকরা।
ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড:
তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরি ও ইমাদ ওয়াসিম।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/এফএএস