Connect with us
ক্রিকেট

নাফিস ইকবালকে উৎসর্গ করে তামিমের বিশেষ উদযাপন

Tamim
তানজিদ তামিম। ছবি: সংগৃহীত

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচের ব্যর্থতার জমে থাকা ক্ষোভের জবাব আজ নিজের ব্যাটিংয়ের মাধ্যমে দিলেন তানজিদ হাসান তামিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে পাঁচটি ক্যাচ লুফে তিনি। পরে ব্যাটিংয়ে নেমে খেলেন অপরাজিত ৫৫ রানের ইনিংস।

বাংলাদেশের ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে ক্রেইগ ইয়াংয়ের বল ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১ তম অর্ধশতক হাঁকান তামিম।

অর্ধশতক পূর্ণের পর দারুণ এক উদযাপন করেন তামিম। দুই হাত দিয়ে ডেমো বক্সের ভঙ্গিতে ড্রেসিংরুমের দিকে দেখান তিনি। এমন উদযাপনের কারণ তাৎক্ষণিক জানা না গেলেও ম্যাচ পরবর্তী সংবাদমাধ্যমকে তানজিদ জানান এমন উদযাপনের কারণ।



নিজের উদযাপন নিয়ে তামিম বলেন, ‘আমাদের ম্যানেজার নাফিস ইকবাল ভাইকে উদ্দেশ্য করে এই উদযাপন। গত রাতে তিনি আমাকে টিকিটের জন্য ফোন করেছিলেন। তখন আমি তাকে বলেছিলাম, এটা আপনার জন্য একটা উপহার। এরপর তিনি বললেন, পরের ম্যাচে যদি আমি ৫০ রান করি, তাহলে ব্যাট তুলে তাকে দেখাতে। তাই এই ডেডিকেশনটা তার জন্য।’

আজ ফিল্ডিংয়ে রেকর্ড গড়েছেন তামিম। টেস্ট খেলাড়ু কোনো দেশের খেলোয়াড় হিসেবে এক টি-টোয়েন্টি ম্যাচে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড এখন তামিমের দখলে। পাঁচটি ক্যাচ ধরে রেকর্ড গড়ার পথে চারটি ক্যাচই লং-অন থেকে নিয়েছেন তামিম।

ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট