আয়ারল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে পরাজিত করে ম্যাচ শেষে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন কুমার দাস। যেখানে ম্যাচ নিয়ে আলোচনার ফাঁকে প্রশ্ন ওঠে আসন্ন বিপিএলের নিলামে তার দাম পাওয়া প্রসঙ্গে। প্রথমে নিজের দাম শুনে কিছুটা অবাক হলেও ঈশ্বরের প্রতি সন্তুষ্টি জানিয়েছেন জাতীয় দলের এই অধিনায়ক।
লিটন বিপিএলে কত টাকা দাম পেয়েছিলেন তা জানতেন না– এমনটা নয়। তবে তিনি সম্ভবত ভেবেছিলেন রংপুর রাইডার্স থেকে ৭৫ লাখ টাকা ধরা হয়েছে তার দাম। তবে সাংবাদিকের মুখে ৭০ লাখ টাকা শুনে লিটনের পাল্টা প্রশ্ন—’৭৫ লাখ না…?’ উত্তর আবারও ৭০ লাখ শুনে হেসে ফেলেন এই টাইগার ক্রিকেটার। মজার ছলে বললেন, ‘৫ লাখ বাড়িয়ে দিন, সমস্যা নেই।’
বিপিএলের এবারে নিলামে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকা দাম পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। সেই হিসেবে লিটনের দাম আরো উঠবে বলে আশা করেছিলেন অনেকে। এই প্রসঙ্গে লিটন বলেন, ‘নিলাম ভালোই হয়েছে। তবে আমি দেখিনি, কারণ তখন জিমে ছিলাম। আমার কাছে মনে হয়েছে, ওই সময়ে জিম করাটাই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যদি সুযোগ থাকে, তখন দেখব।’
ঈশ্বরের প্রতি বিশ্বাসের কথা উল্লেখ করে বিপিএল নিলাম থেকে যত টাকা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকার কথা বলেছেন তিনি, ‘দেখুন, এটা তো আমার নিয়ন্ত্রণে না। আমার হাতের যেটা আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি—যদি তাঁর ইচ্ছা হয় আমাকে বেশি টাকা দেবেন, তিনিই দেবেন। তাঁর মনে হয়েছে ৭০ লাখ যথেষ্ট, কাজেই যথেষ্টই।’
৭০ লাখ পেয়ে হতাশ কিনা– আবারো এমন প্রশ্ন উঠলে জবাবে একই সুরে লিটন বলেন, ‘বললাম না, আমি ঈশ্বরে বিশ্বাস করি! যা পেয়েছি, সেটাতেই খুশি।’
গত ৩০ নভেম্বর নিলামে দল গুছিয়ে নিয়েছে টুর্নামেন্টের দলগুলো। যেখানে রংপুর রাইডার্স কিনে নিয়েছেন এই টাইগার অধিনায়ককে। সব ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের আসন্ন আসর। পরবর্তী বছরে ২৩ জানুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামার কথা রয়েছে এই টুর্নামেন্টের।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/এফএএস