সৈয়দ মুশতাক আলি ট্রফিতে আরেকটি ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন সময়ের অন্যতম আলোচিত ব্যাটার বৈভব সূর্যবংশী। এই সেঞ্চুরিতে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়েছেন ১৪ বছর বয়সী এই ব্যাটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন সূর্যবংশী।
ইডেন গার্ডেনে আজ (মঙ্গলবার) বিহারের হয়ে মহারাষ্ট্রের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং শুরু করেন সূর্যবংশী। মাত্র ৫৮ বলেই সেঞ্চুরি তুলে নেন এই উদীয়মান ব্যাটার।
ছক্কা হাঁকিয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী। ১৬ ইনিংসে তাঁর টি-টোয়েন্টি সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল তিনে। কিশোর বয়সে বিশ্বের আর কোনো ক্রিকেটার এত কম ইনিংসে তিনটি সেঞ্চুরি করতে পারেনি।
ফ্রান্সের গুস্তাভ ম্যাকিওন ১১ ইনিংসে ও ভারতের আয়ুশ মতার ১০ ইনিংসে দুটি করে সেঞ্চুরি করেছেন।এ বছরের শুরুতে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে ভারতীয়দের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড গড়েছিলেন সূর্যবংশী। গত মাসে কাতারে রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ দলে সুযোগ পেয়েই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরি করেন তিনি।
আজ মহারাষ্ট্রের বিপক্ষে সূর্যবংশী খেলেন ৬১ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংস। ইনিংসে ১০৮ রানে অপরাজিত ছিলেন সূর্যবংশী। ইনিংসে ৭টি করে ছক্কা ও চার হাঁকিয়েছেন সূর্যবংশী। সেঞ্চুরির পরও মহারাষ্ট্রের কাছে ৩ উইকেটে হেরেছে সূর্যবংশীর দল বিহার।
আগে ব্যাট করে সূর্যবংশীর সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে বিহার। জবাবে ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় মহারাষ্ট্র।
টি-টোয়েন্টিতে কিশোর বয়সে সবচেয়ে বেশি সেঞ্চুরি
বৈভব সূর্যবংশী : ১৬ ইনিংসে ৩ সেঞ্চুরি
গুস্তাভ ম্যাকিওন ১১ ইনিংসে ২ সেঞ্চুরি
আয়ুশ মতার ১০ ইনিংসে ২ সেঞ্চুরি
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/এআই