Connect with us
ক্রিকেট

টেস্ট খেলুড়ে দলের মধ্যে প্রথম হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন তামিম

Tanzid Hasan Tamim record to take catches
তানজিদ হাসান তামিম। ছবি- ফেসবুক

তৃতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডকে পরাজিত করে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুরের উইকেটে মুস্তাফিজুর-রিশাদদের নৈপুণ্যে সফরকারীদের হেসে খেলে হারিয়াছে টাইগাররা। আর জয়ের ম্যাচে অসাধারণ এক বিশ্বরেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম।

এদিন আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। যার মধ্যে সফরকারীদের পাঁচটি উইকেট ক্যাচ আকারে তালুবন্দি করেছেন তানজিদ তামিম। আর এতেই তিনি গড়েছেন টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ৫ ক্যাচ ধরার রেকর্ড

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসে টেস্ট খেলুড়ে অথবা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে মধ্যে কখনও কোনও একক ক্রিকেটার এক ম্যাচে এতগুলো ক্যাচ ধরতে পারেনি। এছাড়া সব মিলিয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ ক‍্যাচ নিয়েছেন তামিম। বাকি দুই জন হলেন সুইডেনের সেদিক সাহাক ও মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা।



এদিকে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৩ ক্যাচ ধরেছিলেন মাশরাফি বিন মুর্তাজা (২০১৬), ইলিয়াস সানি (২০১২) ও সাব্বির রহমান (২০১৬, ২০১৬)। তবে বিশ্ব ক্রিকেটে আরো অসংখ্য ক্রিকেটার রয়েছেন যারা এক ম্যাচে চারটি পর্যন্ত ক্যাচ ধরেছেন। তবে পাঁচ উইকেট একাই ধরা ক্রিকেটার ছিল কেবল সাহাক ও মালিন্দা।

বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে ব্যাট হাতে ফিফটিও হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ম্যাচ জেতা পর্যন্ত ৩৬ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিনি। এতে আয়ারল্যান্ডের দেওয়া ১১৮ রানের টার্গেট মাত্র ১৩.৪ ওভারে টপকে যায় বাংলাদেশ। আর টাইগাররা সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট