Connect with us
ফুটবল

লাতিন বাংলা সুপার কাপ খেলতে ঢাকায় ব্রাজিলিয়ান ক্লাব

São Bernardo FC
ঢাকায় পা রাখল ব্রাজিলের সাও বার্নাদো ফুটবল ক্লাব। ছবি: সংগৃহীত

লাতিন বাংলা সুপার কাপে অংশ নিতে আজ সকালে ঢাকায় পৌঁছেছে ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব। কয়েক ঘণ্টার ব্যবধানে আগামীকাল যোগ দেবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোনও ক্লাব। দুই লাতিন দেশের অনূর্ধ্ব–২০ দল আর স্বাগতিক বাংলাদেশের ফিউচার স্টার বাংলাদেশ এই তিন দলকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে হতে চলেছে তরুণ ফুটবলারদের এক আকর্ষণীয় লড়াই।

আয়োজকরা জানিয়েছেন, ৫ ডিসেম্বর শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে ব্রাজিলের সাও বার্নার্দো ও ফিউচার স্টার বাংলাদেশ। ৮ ডিসেম্বর আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন খেলবে বাংলাদেশের তরুণদের বিপক্ষে। শেষ ম্যাচে ১১ ডিসেম্বর মুখোমুখি হবে দুই লাতিন ক্লাব সাও বার্নার্দো ও অ্যাথলেটিকো চার্লোন।

তবে শুধুই ফুটবল নয়, আয়োজনের বড় আকর্ষণ দুই ফুটবল কিংবদন্তির আগমন। শেষ দিনের ম্যাচে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। লটারি করে প্রতিদিন ১০ জন দর্শক এই দুজনের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান।



ফুটবলের পাশাপাশি যোগ হচ্ছে সাংস্কৃতিক আয়োজনও। পরিকল্পনা অনুযায়ী, উদ্বোধনী দিনের বিকেলে দর্শকদের জন্য মঞ্চে উঠবেন নগর বাউল জেমস। খেলা শুরু হওয়ার আগেই স্টেডিয়ামের পরিবেশ মেতে উঠবে তাঁর সংগীতে।

আয়োজকেরা বলছেন, তিন দেশের তরুণ ফুটবলারদের একসঙ্গে খেলতে দেখা বাংলাদেশের দর্শকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হবে। একই সঙ্গে স্থানীয় খেলোয়াড়দের জন্যও এটি বড় শিক্ষা ও প্রস্তুতির সুযোগ। টিকিট মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার অনুরোধও জানানো হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি, যেন তরুণ সমর্থকেরা মাঠে এসে খেলা উপভোগ করতে পারেন।

আসাদুজ্জামান আরও জানান, দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে সব ধরনের প্রচেষ্টা থাকবে। তিনি বলেন, ‘আমি কিছু কিছু জিনিস করব যা বাংলাদেশ আগে কখনো হয়নি। আমি একটু ভিন্ন ধরনের চিন্তা-ভাবনা করে থাকি। আল্লাহ চাইলে সব ঠিকঠাক থাকলে মাঠে সবাই সুন্দর খেলা উপভোগ করতে পারবেন।

ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল