ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পাবেন শুধু শতভাগ ফিট খেলোয়াড়রা। নেইমার বা ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকা খেলোয়াড়দের ক্ষেত্রেও কোনো ছাড় থাকছে না। ব্রাজিলের টিভি চ্যানেল রেকর্ড-এর ‘স্পোর্ত রেকর্ড’ অনুষ্ঠানে তিনি বলেন, ৯০ শতাংশ ফিট কোনো খেলোয়াড়ের বদলে তিনি ১০০ শতাংশ ফিট খেলোয়াড়কেই বেছে নেবেন।
আনচেলত্তির মতে, “ভালো খেলোয়াড়ের অভাব নেই। যারা পুরোপুরি ফিট, তাদেরই নিতে হবে আমাকে। এটা নেইমার বা ভিনিসিয়ুস কারো ক্ষেত্রেই আলাদা নয়। ভিনি যদি ৯০ শতাংশ ফিট থাকে, তাহলে আমি অন্য কাউকে নেব যে পুরোপুরি ফিট।”
এদিকে নেইমার দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছিলেন তিনি। সেই ম্যাচে এসিএল ইনজুরিতে পড়ার পর অস্ত্রোপচার করেন। এরপর ক্লাব ফুটবলে ফিরলেও নিয়মিত নন। সাম্প্রতিক সময়ে আবারও হাঁটুর চোট নিয়ে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এই পরিস্থিতি নিয়ে আনচেলত্তি সহানুভূতি জানিয়ে বলেন, “নেইমার অসাধারণ প্রতিভা। দুর্ভাগ্য যে তাকে বারবার ইনজুরিতে পড়তে হচ্ছে। এভাবে কেউই নিজের সেরা অবস্থায় থাকতে পারে না।”
তবে নেইমারের সুযোগ একেবারে নষ্ট হচ্ছে না। ব্রাজিল কোচ জানান, পারফরম্যান্স ও ফিটনেস প্রমাণ করতে পারলে নেইমার অন্যদের মতোই বিবেচনায় থাকবেন। “নেইমার এখনও আমাদের দলে ফেরার জায়গায় আছে। কারণ, সে আগেই তার প্রতিভা দেখিয়েছে।”
এদিকে ভিনিসিয়ুস জুনিয়রও নিয়মিত চোটের সমস্যায় ভুগছেন। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে নিয়েও আনচেলত্তির অবস্থান একই শতভাগ ফিট না হলে জায়গা নেই।
এ বছর আর কোনো ম্যাচ নেই ব্রাজিলের। আগামী বছরের মার্চে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে নামবে আনচেলত্তির দল। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে এটিই হবে খেলোয়াড়দের নিজেদের প্রমাণের সুযোগ।
তাই ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে জায়গা পেতে হলে নেইমার ও ভিনিসিয়ুসকে পারফরম্যান্স আর শতভাগ ফিটনেসের প্রমাণ দিতে হবে। অন্যথায় ২৬ বিশ্বকাপেও দলের অংশ হতে পারবেন না এই দুই তারকা।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/টিএ