দুবাইয়ে আজ শুরু হচ্ছে ডিপি ওয়ার্ল্ড আইএলটি–টোয়েন্টির চতুর্থ মৌসুম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের ফাইনালিস্ট দুবাই ক্যাপিটালস ও ডেজার্ট ভাইপার্স। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।
আইএল টি-টোয়েন্টির এবারের আসরকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের যথেষ্ট আগ্রহ রয়েছে। কেননা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার অকশন। পাশাপাশি সৌদি আরব ও কুয়েতের খেলোয়াড়রাও যুক্ত হয়েছেন এই লিগে। ইতিমধ্যেই ছয় দল নিজেদের স্কোয়াড, পরিকল্পনা আর লক্ষ্য সামনে রেখে গতকাল মিডিয়ার সঙ্গে কথা বলেছে।
দুবাই ক্যাপিটালসের প্রতিনিধিত্ব করা গুলবাদিন নাঈব বলেন, দলের সবাই নতুন মৌসুম নিয়ে উৎসাহিত। তাঁর মতে, গত মৌসুমের সাফল্য ভুলে এবার নতুনভাবে শুরু করতে চাইছে দলটি। পরিচিত কন্ডিশন কাজে লাগিয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে যাওয়াই একমাত্র লক্ষ্য তাদের।
গত মৌসুমে ভাইপার্সকে ফাইনালে তোলা অধিনায়ক লকি ফার্গুসন বলেন, দলের ভেতরে দারুণ বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। এবার তারা আরও ভালো ক্রিকেট খেলতে চায়। নতুন কিছু মুখ যুক্ত হওয়ায় তিনি বোলিং আক্রমণ নিয়ে বেশ আত্মবিশ্বাসী।
আবু ধাবি নাইট রাইডার্সের নতুন অধিনায়ক জেসন হোল্ডার জানান, এবার তাদের লক্ষ্য স্বাভাবিক ক্রিকেট খেলে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা। গত মৌসুমের হতাশা পেছনে ফেলে তারা প্রতিটি ম্যাচে লড়াই করতে প্রস্তুত।
গালফ জায়ান্টসের তারকা অলরাউন্ডার মঈন আলী বলেন, দলগত পরিবর্তন তাদের নতুন সিজনে আলাদাভাবে কাজ করার সুযোগ দিয়েছে। স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্সকে তিনি বিশেষ গুরুত্বসহকারে বিবেচনা করছেন।
এমআই এমিরেটসের অধিনায়ক কাইরন পোলার্ড মনে করেন, টুর্নামেন্টে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটই সাফল্যের মূল। দলটি নিজেদের পরিকল্পনা অনুযায়ী ভারসাম্যপূর্ণ স্কোয়াড পেয়েছে বলে জানান তিনি।
শারজাহ ওয়ারিয়রসের অধিনায়ক টিম সাউদি বলেন, এবার দলটির ভারসাম্য ভালো এবং অভিজ্ঞ দীনেশ কার্তিক যোগ দেওয়ায় স্কোয়াড আরও শক্তিশালী হয়েছে। তিনি মনে করেন, স্থানীয় খেলোয়াড়দের মানও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
উল্লেখ্য, শুরুতে অবিক্রীত থাকলেও শেষ মুহূর্তে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) নিলামে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিব খেলবেন এমআই এমিরেটসের হয়ে, অন্যদিকে তাসকিন খেলবেন শারজা ওয়ারিয়রসের হয়ে।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/টিএ