পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য আইপিএল ছাড়ার ঘোষণা দিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। একদিন আগেই আইপিএল ছেড়ে পিএসএলে যোগ দেওয়ার কথা জানান প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি। এবার এই তালিকায় যোগ দিলেন মঈন আলী।
সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।
আইপিএল ছেড়ে পিএসএলে যোগ দেওয়ার ঘোষণায় তিনি লিখেছেন, ‘আমি পিএসএলের নতুন যুগে যোগ দিতে পেরে খুব উচ্ছ্বসিত। এই লিগটি শীর্ষস্তরের টি-টোয়ন্টি ক্রিকেটের জন্য বেশ খ্যাতি অর্জন করেছে। এখানে প্রতিটি দলে বিশ্বমানের ক্রিকেটার রয়েছে এবং খেলায় উচ্চমানের প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে।’

মঈন আলীর ইনস্টাগ্রাম পোস্ট। ছবি- সংগৃহীত
পাকিস্তানের মাটিতে খেলতে পারাটা মঈন আলীকে বাড়তি প্রেরণা যোগায়। যে কারণে এই লিগে আরও স্মৃতি জমাতে চান এই অলরাউন্ডার। মঈন আরও লিখেছেন, ‘পাকিস্তানে খেলা সবসময়ই অসাধারণ। এখানে ক্রিকেটের মান বেশ চমৎকার। তাছাড়া দর্শকদের ভিড়ের উচ্ছ্বাস ও তীব্রতা একজন খেলোয়াড়ের সেরাটা বের করে আনতে প্রেরণা যোগায়। আমি এই টুর্নামেন্টের অংশ হয়ে আরও কিছু দুর্দান্ত স্মৃতি তৈরি করতে আগ্রহী। ইনশাআল্লাহ আরও একটি বিশেষ অভিজ্ঞতার জন্য প্রস্তুত।’
মইন আলি ২০১৮ সাল থেকে টানা আইপিএলের সবকটি মৌসুমে খেলেছেন। ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে তার আইপিএল অভিষেক ঘটেছিল। সেখানে ৩ মৌসুম কাটিয়ে ২০২১ আসরে যোগ দেন চেন্নাই সুপার কিংসে।
চেন্নাইয়ে আরও ৫ মৌসুম কাটিয়ে সবশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রতিনিধিত্ব করেন এই তারকা অলরাউন্ডার। আইপিএলে সবমিলিয়ে ৭৩ ম্যাচে ১১৬৭ রান করেছেন মঈন আলী। এছাড়া বল হাতে শিকার করেছেন ৪১টি উইকেট।
পিএসএলে এখন পর্যন্ত একটি আসরে মুলতান সুলতানসের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন মঈন। ওই আসরে ৯ ম্যাচে ১৩৮ রান সংগ্রহ করেন তিনি। এছাড়া বল হাতে শিকার করেন ৫ উইকেট। ফের পিএসএলে দেখা যাবে ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডারকে।
ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/বিটি