দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রতিনিয়তই গড়ছেন নতুন নতুন কীর্তি। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ডে ভাগ বসানোর পাশাপাশি আরেকটি রেকর্ড ভেঙে দেন তিনি। এবার রিয়াল মাদ্রিদের জার্সিতে রোনালদোর আরেকটি রেকর্ডে ভাগ বসালেন এই ফরাসি তারকা।
রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশি গোলের রেকর্ড গড়লেন করলেন এমবাপ্পে। ক্লাবটির একমাত্র খেলোয়াড় হিসেবে এতদিন এই রেকর্ডটি রোনালদোর দখলে ছিল। লস ব্লাঙ্কোসদের হয়ে নয় মৌসুমে পাঁচবার এই কীর্তি গড়েন এই পর্তুগিজ মহাতারকা।
গতকাল (৩০ নভেম্বর) রাতে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে এই রেকর্ড স্পর্শ করেন এমবাপ্পে। তার এই গোলটি এসেছিল পেনাল্টি থেকে। যদিও এমবাপ্পের রেকর্ডগড়ার ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লস ব্লাঙ্কোসদের।
ঘরের মাঠে ম্যাচের ৪৫ মিনিটে এগিয়ে যায় জিরোনা। এরপর ৬৭তম মিনিটে স্পট কিক থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। ম্যাচের বাকি সময়ে আর লিড বাড়াতে পারেনি শাবি আলোন্সোর শিষ্যরা। ফলে ১-১ গোলে ড্রয়ে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
জিরোনার সঙ্গে ড্র করে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লামিন-রাফিনহারা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।
এর আগে গত ২৭ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এমবাপ্পের ৪ গোলের কল্যাণে স্বাগতিক অলিম্পিয়াকোসের বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে জয় পায় রিয়াল। সেই ম্যাচে রিয়ালের হয়ে রোনালদোর চার গোলের রেকর্ডে ভাগ বসান এমবাপ্পে। একইসঙ্গে এই প্রতিযোগিতায় রোনালদোর দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও ভেঙে দেন তিনি।
২০১৫/১৬ মৌসুমে মালমোর বিপক্ষে চার গোল করেছিলেন রোনালদো। সেই ম্যাচে মাত্র ১১ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এটাই ছিল সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। তবে এমবাপ্পে অলিম্পিয়াকোসের বিপক্ষে মাত্র ৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন।
সবমিলিয়ে এই প্রতিযোগিতায় দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক এটি। সবচেয়ে দ্রুতগতির হ্যাটট্রিক লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর দখলে। ২০২২/২৩ মৌসুমে রেঞ্জার্সের বিপক্ষে এমবাপ্পের চেয়ে ৩০ সেকেন্ড কম সময়ে হ্যাটট্রিক পূরণ করেন এই মিশরীয় ফরোয়ার্ড।
ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/বিটি