Connect with us
ক্রিকেট

প্রত্যাবর্তনের বছরে বাবরের রেকর্ডের ফুলঝুরি

Babar Azam
বাবর আজম। ছবি: সংগৃহীত

২০২৫ সালটা যেন বাবরের রেকর্ডের বছর। ২০২৫ সালের ব্যস্ত সূচির শেষটা ভালোভাবেই শেষ হয়েছে পাকিস্তানের। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে তারা।

বছরটা হতাশায় শুরু করেছিল পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে ছিটকে গিয়েছিল তারা।  শেষ হয়েছে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানো ত্রিদেশীয় সিরিজ জয়ের মাধ্যমে। তবে, পুরো সময়জুড়ে আলোচনা ছিল বাবর আজমের প্রত্যাবর্তন।

২০২৫ সালটা সহজ ছিল না বাবরের জন্য। বাদ পড়েছিলেন টি-টোয়েন্টি দল থেকে। দলে ফিরে খেলেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস, ছুঁয়েছেন বেশ কয়েকটি মাইলফলক।



২০২৫ সালে বাবরের রেকর্ডসমূহ

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান

প্রায় ৯ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মাকে পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বাবর। ১২৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে বাবরের সংগ্রহ ৪৪২৯ রান। তালিকায় দুইয়ে থাকা ভারতীয় ওপেনার রোহিতের সংগ্রহ ১৫১ ইনিংসে ৪২৩১ রান।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ অর্ধশতক ছিল বিরাট কোহলির ৩৯টি। দীর্ঘ বিরতির দলে ফিরে তাঁকে ছাড়িয়ে গেছেন বাবর। ৪১ ফিফটি করে ছাড়িয়ে গেছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটারকে।

দ্বিতীয় দ্রুততম ১৫ হাজার আন্তর্জাতিক রান

প্রায় দুই বছর সেঞ্চুরিহীন ছিলেন বাবর, অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন কয়েকবার। তবুও তিনি প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বসেরাদের একজন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূরণে পাকিস্তানের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হয়েছেন তিনি।

তৃতীয় দ্রুততম ২০ ওয়ানডে সেঞ্চুরি 

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিটি ছিল বাবরের ২০তম ওয়ানডে সেঞ্চুরি। এতে তিনি ইতিহাসে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ২০ শতকে পৌঁছেছেন। ২০টি শতক পূর্ণ করতে বাবরের ইনিংস লেগেছে ১৩৬টি। বাবরের আগে হাশিম আমলা ১০৮ ও বিরাট কোহলি ১৩৩ ইনিংসে ২০টি সেঞ্চুরি করেছিলেন।

পাকিস্তানের যৌথ সর্বোচ্চ সেঞ্চুরিয়ান

২০তম ওয়ানডে সেঞ্চুরিতে বাবর ভাগ বসিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ব্যাটার সাঈদ আনোয়ারকে। পাকিস্তানের এই সাবেক কিংবদন্তির চেয়ে অনেক ম্যাচ কম খেলেই তার রেকর্ডে ভাগ বসিয়েছেন বাবর।

বছরের শুরু থেকেই নানা আলোচনা সমালোচনার বাবর পর বাদ পড়েছিলেন দল থেকে, ফিরে এসে করেছেন একাধিক রেকর্ড। টি-টোয়েন্টি দলে ফেরার পর বাবরের পরের লক্ষ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট