Connect with us
ক্রিকেট

ফিক্সিং ইস্যুতে বিসিবির সঙ্গে আইনি লড়াইয়ে এনামুল

Anamul engages in a legal battle with BCB over the fixing issue.
বিসিবির সঙ্গে আইনি লড়াইয়ে এনামুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ফিক্সিংয়ের রেডফ্ল্যাগে থাকা কয়েকজন ক্রিকেটারের তালিকা করেছে বিসিবি। সেখানে রয়েছে এনামুল হক বিজয়ের নামও। রেডফ্ল্যাগে থাকা ক্রিকেটারদের ২০২৬ আসরের নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেয় বিপিএলের গভর্নিং কাউন্সিল। যে কারণে নিলামে ছিল না এনামুলের নামও।

বিপিএল নিলাম থেকে বাদ পড়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এনামুল। নিলামের তালিকা থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়ে বিসিবির সঙ্গে এবার আইনি লড়াইয়ে নেমেছেন এনামুল। আজ (সোমবার) বিসিবি কার্যালয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ৩২ বছর বয়সী এই ওপেনার।

বিসিবি কার্যালয় থেকে বের হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এনামুল। এ সময় তিনি বলেম, ‘আমি বিসবিতে একটা আইনি নোটিশ পাঠিয়েছি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি ও উপদেষ্টা বরাবর এই নোটিশ পাঠিয়েছি। এটা জমা দিতেই আমি বিসিবি কার্যালয়ে এসেছি। আমার নোটিশ বিসিবি গ্রহণ করেছে।’



নোটিশের বিষয়ে তিনি আরও বলেন, ‘এই নোটিশ আপনাদেরকেও পাঠিয়ে দেয়া হয়েছে। সেখানে আমার আইনজীবীর ফোন নাম্বারও দেওয়া আছে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে তাঁকে জিজ্ঞেস করবেন। এ বিষয়ে যা বলার থাকবে, কালকে আমার আইনজীবী বলবেন। এটার জন্য আমি সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ।’

বিপিএল নিলামের আগের দিন চূড়ান্ত তালিকা থেকে ৯ জনের নাম সরিয়ে নেয় বিসিবি। যেখানে এনামুল ছাড়াও ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদুজ্জামানদের মতো ক্রিকেটাররা।

পরবর্তীতে বিসিবির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তালিকা থেকে বাদ পড়া ক্রিকেটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে তিনটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। হাইকোর্ট সেই পিটিশনগুলো খারিজ করে দিয়েছেন। যে কারণে এবার একাই বিসিবির সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছেন এনামুল।

ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট