২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনো অমলিন আলবিসেলেস্তেদের, এর মাঝেই আবার দরজায় কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। এই বিশ্বকাপে মেসির খেলা নির্ভর করছে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকার উপর।
২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কিনা এই আলোচনাই যখন চর্চায়, তখন ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে কাজ করা ফার্নান্দো সিগনোরিনি মেসিকে দিলেন ছুটিতে যাওয়ার পরামর্শ।
মেসি মেজর লিগ সকারে খেলে নিজের শরীরের উপর বাড়তি চাপ দিচ্ছে বলে মনে করেন সিগনোরিনি। শুধু তাই নয়, মেজর লিগ সকারকে তিনি আখ্যা দিয়েছেন ‘ফুটবলের প্যারোডি’ বলে।
সিগনোরিনির মতে, আগামী আসরে বিশ্বকাপ ট্রফি ধরে রাখাকেই মেসির অগ্রাধিকার দেওয়া উচিত। আর এজন্য পরিবার নিয়ে কিছুদিন ছুটিতে যেতে ও ইন্টার মায়ামি থেকে অল্প সময়ের ধারে অন্য ক্লাবে খেলতে মেসিকে পরামর্শ দিয়েছেন ম্যারাডোনার সাবেক এই ট্রেইনার।
আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফিটনেস কোচ সুপার দেপোর্তিভো রেডিওকে বলেছেন, ‘লিওর উচিত বিশ্বকাপকে অগ্রাধিকার দেওয়া। সে এখন যেখানে (মেজর লিগ সকার) খেলছে, সেটা ফুটবল নয়, ফুটবলের প্যারোডি।’
সিগনোরিনি চাওয়া, অন্তত মায়ামির হয়ে খেলা থেকে যেন কিছুদিনের বিরতিতে যান মেসি। তিনি বললেন, ‘বিশ্বকাপের তিন মাস আগে, তার উচিত অন্তত এক মাস পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজেকে প্রাণবন্ত করার জন্য। তারপর মাঠে না থাকায় যে ক্ষুধা তৈরি হবে, সেটা নিয়ে ফিরে আসুক। মূলকথা, তাকে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে হবে। আর হ্যাঁ, সে যেন প্রথম মিনিট থেকে প্রতি ম্যাচে খেলার কথা চিন্তা না করে।’
আগামী বিশ্বকাপে নিজের খেলা নিয়ে মেসি এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিশ্বকাপ মিশনে তিনি দলের বোঝা হতে চান না। কেবল শারীরিক ও মানসিকভাবে ফিট থাকলেই বিশ্ব আসরে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান তিনি।
ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/এআই