সবশেষ কবে মাদ্রিদের জার্সিতে গোল করেছিলেন রদ্রিগো, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ক্যালেন্ডারের পতাকা উল্টাতে হবে ৯ মাসের। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বল জালে জড়িয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
অ্যাতলেটিকোর বিপক্ষে সেই গোলের পর কেটে গেছে ৯ মাস; রদ্রিগো কখনো খেলেছেন শুরুর একাদশে, কখনো বা নেমেছেন বদলি হিসেবে, কিন্তু গোল যেন অধরা হয়েই রয়ে গেছে তার কাছে।
গতকাল (রবিবার) লা লিগায় জিরোনার বিপক্ষে ৭২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন রদ্রিগো। কিন্তু এবারেও অধরা সেই গোলের দেখা পাননি এই ২৪ বছর বয়সী উইঙ্গার। আর তাতে ক্লাবের হয়ে তাঁর ২৭১ দিন, আর ৩০ ম্যাচ ধরে গোল বঞ্চিত রদ্রিগো।
এবার নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন রদ্রিগো, তবে নিশ্চিতভাবেই এই রেকর্ডে নাম উঠায় খুশি নন তিনি। স্প্যানিশ জায়ান্টদের হয়ে টানা গোলহীন থাকার রেকর্ডে ভাগ বসিয়েছেন রদ্রিগো। টানা ৩০ ম্যাচ গোল না করে এই অনাকাঙ্খিত রেকর্ডে তাঁর সঙ্গী মারিয়ানো দিয়াজ।
গোল না পাওয়া ৩০টি ম্যাচের ১৩টি তে শুরুর একাদশে থেকে মাঠে নেমেছেন রদ্রিগো। আর বাকি ১৭ ম্যাচে খেলেছেন বদলি হিসেবে। এই ৩০ ম্যাচে ক্লাবের জন্য রদ্রিগোর অবদান কেবল ৩ অ্যাসিস্ট।
এত দীর্ঘ সময় ধরে গোলহীন থাকার পরও তার ওপর ভরসা রাখছেন কোচ আলোনসো। কিন্তু ধৈর্যের সময়টা যে দ্রুতই ফুরিয়ে আসছে। গোলের খেলা ফুটবলে গোল না পেলে হয়তো দ্রুতই ক্লাব ছাড়তে হতে পারে এই ব্রাজিলিয়ান তারকাকে। রিয়ালের হয়ে মোট ২৮৫ ম্যাচে রদ্রিগোর গোল ৬৮টি।
ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/এআই