জুনিয়র হকি বিশ্বকাপে অবশেষে প্রথম পয়েন্ট তুলে নিল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দলের ভরসা হয়ে আবারও হ্যাটট্রিক করলেন আমিরুল ইসলাম। তার তিন গোলেই শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করে মাঠ ছেড়েছে লাল–সবুজের তরুণরা। শুধু ড্র-ই না, ড্রয়ের পাশাপাশি পয়েন্টও ভাগাভাগি করে নেয় বাংলাদেশ।
রোববার ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত পুল ‘এফ’-এর ম্যাচে কোরিয়ার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী কোরিয়ার বিপক্ষে ৩–৩ গোলে ড্র করে বাংলাদেশ। এই ড্রয়ের মধ্য দিয়ে দুই ম্যাচে এক হার ও এক ড্রয়ে পয়েন্ট টেবিলে এখন তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ।
ম্যাচের শুরুটা ছিল কঠিন। প্রথম কোয়ার্টারেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আরও একটি গোল খেয়ে ব্যবধান বাড়ে। ৩–০ তে পিছিয়ে পড়ার পর দলকে টেনে তোলার কাজটা শুরু করেন আমিরুল। একাই করেন হ্যাট্রিক, দলকে হার থেকে রক্ষা করেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ড ৩৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন। চতুর্থ কোয়ার্টারের শুরুতেও পিসি থেকে গোল করে দলকে ম্যাচে ফেরান তিনি। ম্যাচের শেষ দিকে আরেকটি পিসি কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরুল। তার হ্যাট্রিকের দিনে নিশ্চিত করেন বাংলাদেশের প্রথম পয়েন্ট।
বাংলাদেশের সামনে এখন আরও কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ দুইবারের রানার্সআপ ফ্রান্স।
উল্লেখ্য, ২০২৫ পুরুষ এফআইএইচ হকি জুনিয়র বিশ্বকাপ হচ্ছে পুরুষ এফআইএইচ হকি জুনিয়র বিশ্বকাপের ১৪তম আসর। এটি আন্তর্জাতিক হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত একটি দ্বিবার্ষিক পুরুষদের অনূর্ধ্ব-২১ ফিল্ড হকি বিশ্ব চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটি ২০২৫ সালের ২৮শে নভেম্বর শুরু হয়েছে। চলবে ১০ই ডিসেম্বর পর্যন্ত। ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়াম এবং মাদুরাইয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো ২৪টি দল অংশগ্রহণ করেছে।
ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/টিএ