বিপিএলের ১২তম আসরের নিলাম শেষ হয়েছে রোববার। দীর্ঘ বিরতির পর হওয়া এই নিলামে দলগুলো দারুণ আগ্রহে ক্রিকেটার বেছে নিয়েছে। তবে আলোচনার কেন্দ্রে ছিল একটি বিষয়। গত আসরের ফিক্সিং তদন্তে অভিযুক্ত কয়েকজন ক্রিকেটারকে নিলামের তালিকা থেকে বাদ দেওয়া। শেষ পর্যন্ত লাল তালিকাভুক্ত সাতজনকে সরিয়ে রেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এর ব্যাখ্যাই দিলেন বিসিবির দুর্নীতিদমন বিভাগের প্রধান অ্যালেক্স মার্শাল।
মার্শাল বলেন, নিলামের আগে তিনি গভর্নিং কাউন্সিলকে যে পরামর্শ দিয়েছিলেন, সেটিই অনুসরণ করা হয়েছে। তাঁর ভাষায়, “আগের মৌসুমের ঘটনা নিয়ে বিস্তৃত একটি প্রতিবেদন আমরা পেয়েছি। সেই তদন্তের ভিত্তিতে বোর্ড সভাপতি ইন্টিগ্রিটি ইউনিট গঠন করেন। বিপিএল সামনে রেখে কিছু ব্যক্তিকে এবার আমন্ত্রণ না দেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত মনে হয়েছে। তদন্ত এখনো চলছে, তাই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই।”
স্বাধীন তদন্ত কমিটির দেওয়া প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে খেলোয়াড় ও কর্মকর্তাসহ ১৮-১৯ জনের নাম ছিল সন্দেহের তালিকায়। এর মধ্যে ৮-১০ জন ক্রিকেটার। সেই তালিকাটি নতুন করে যাচাইয়ের দায়িত্ব পান মার্শাল। তিনি নিশ্চিত করেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ কাউকে দলগুলোতে যেতে দেওয়া হবে না।
মার্শাল আরও স্পষ্ট বলেন, “বাংলাদেশের ক্রিকেটকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। বিপিএল শুরু হতে যাচ্ছে.এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে আমরা চাই সম্পূর্ণ স্বচ্ছ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট। আপনি আইপিএল দেখুন বা বিপিএল দেখুন খেলাটি যেন সন্দেহমুক্ত থাকে, সেটাই প্রধান লক্ষ্য।”
দুর্নীতিবিরোধী নীতিমালা নিয়ে তিনি সবাইকে সতর্ক করেন। খেলোয়াড়, কোচ, দল ব্যবস্থাপনা, ফ্র্যাঞ্চাইজি মালিক সবাইকে এই কোড মেনে চলতে হবে বলেই সতর্ক করেন মার্শাল।
তিনি বলেন, “কোড লঙ্ঘনের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আছে। কোনো ছাড় দেওয়া হবে না। যে কেউ ক্রিকেটে কাজ করছেন, সন্দেহজনক কোনো তথ্য জানলে তাৎক্ষণিকভাবে জানাতে বাধ্য। অতীতের কোনো ঘটনার কথাও যদি জানা থাকে, তাও জানানো উচিত। আমরা সব তথ্য গোপনীয়তা বজায় রেখে গ্রহণ করব।”
তরুণ খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, অনেকেই অতীতে চাপের মুখে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এখন সুযোগ আছে সামনে এসে ভুল স্বীকার করার। মার্শাল বলেন, “এই টুর্নামেন্টে কিছু মানুষ হয়তো আবার প্রভাব খাটানোর চেষ্টা করবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং ক্রিকেটকে রক্ষায় একসঙ্গে কাজ করতে হবে।”
ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/টিএ