শুরু থেকেই আসন্ন বিপিএল ঘিরে নানান অনিশ্চয়তা ছিল। অনেক সমালোচনা সত্ত্বেও গতকাল ৩০ নভেম্বর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত হল বিপিএল নিলাম-২০২৬। সেখানে বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন তালিকায় নাম এসেছিল ৫০০-র বেশি। সেখান থেকে বাছাই করে রাখা হয়েছে ২৫০ জনকে। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে ছিল ভারতের পিযুষ চাওলা। ৩৫ হাজার ডলারে নিলামে উঠা এই স্পিনারকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি।
অনেক জল্পনা কল্পনা শেষে বিপিএলের নিলাম সম্পন্ন হলো। কিন্তু সেখানে কোনো দল পায়নি চাওলা। সাধারণত ভারতের প্লেয়াররা বিদেশি কোনো লীগে খেলতে যায় না। তবে চাওলার ব্যাপারটা ভিন্ন। জাতীয় দলের সাথে নেই দীর্ঘদিন ধরে। তাই বাইরের লিগে খেলতেও নেই কোনো বাধা। কিন্তু ৩৫ বছর বয়সী এই লেগ স্পিনারকে নিলামে কেউ ভিত্তি মূল্যেও কেউ নেয়নি।
এক নজরে বিপিএলের ৬ দলের স্কোয়াড
ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি : তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস
নিলাম থেকে : সাইফউদ্দিন (৬৮ লাখ), শামীম পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ) ,নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ)
বিদেশি : দাসুন শানাকা (৫৫ হাজার ডলার), জুবায়েদ আকবরী (২০ হাজার ডলার)
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি : নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, খাজা নাফি, সুফিয়ান মুকিম
নিলাম থেকে : তাওহিদ হৃদয় (৯২ লাখ), লিটন দাস (৭০ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রাকিবুল হাসান (৪২ লাখ), মাহমুদউল্লাহ রিয়াদ (৩৫ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরি (১৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), মেহেদি হাসান সোহাগ (১১ লাখ), আব্দুল হালিম (১১ লাখ)
বিদেশি : এমিলো গে (১০ হাজার ডলার), মোহাম্মদ আখলাক (১০ হাজার ডলার)
রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তি : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ
নিলাম থেকে : তানজিম হাসান সাকিব (৬৮ লাখ), ইয়াসির আলি (৪৪ লাখ), আব্দুল গাফফার সাকলাইন (৪৪ লাখ), মেহেরব হাসান (৩৯ লাখ), মুশফিকুর রহিম (৩৫ লাখ), আকবর আলী (৩৪ লাখ), রিপন মণ্ডল (২৫ লাখ), ওয়াসী সিদ্দিকী (১৯ লাখ), জিসান আলম (১৮ লাখ), হাসান মুরাদ (১৮ লাখ), মোহাম্মদ রুবেল (১১ লাখ)
বিদেশি : দুশান হেমান্থ (২৫ হাজার ডলার), জাহানদাদ খান (২০ হাজার ডলার)
সিলেট টাইটানস
সরাসরি চুক্তি: মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, সাইম আইয়ুব, মোহাম্মদ আমির
নিলাম থেকে : খালেদ আহমেদ (৪৭ লাখ), পারভেজ হোসেন (৩৫ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), রুয়েল মিয়া (২৩ লাখ), আফিফ হোসেন (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), ইবাদত হোসেন (২২ লাখ), মুমিনুল হক (২২ লাখ), শহিদুল ইসলাম (১৪ লাখ), রাহাতুল ফেরদৌস জাভেদ (১৪ লাখ), তৌফিক খান তুষার (১৪ লাখ), রবিউল ইসলাম রবি (১১ লাখ)
বিদেশি : অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৫ হাজার ডলার), অ্যারন জোন্স (২০ হাজার ডলার)
চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তি : শেখ মেহেদি হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ
নিলাম থেকে : মোহাম্মদ নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), মাহমুদুল হাসান (৩৭ লাখ), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আবু হায়দার (২২ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), জাহিদুজ্জামান সাগর (১১ লাখ)
বিদেশি : নিরোশান ডিকভেলা (৩৫ হাজার ডলার), অ্যাঞ্জেলো পেরেরা (২০ হাজার ডলার)
নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তি : সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস, কুশল মেন্ডিস
নিলাম থেকে : হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদি হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ)
বিদেশি : ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলি (২০ হাজার ডলার)
ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৫/টিএ