বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে আজ রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে নিলাম। নিলামের প্রথম রাউন্ডে অবিক্রিত রয়ে গেছেন মুশফিকুর রহিম।
অবিক্রিত থাকার পর ফেসবুকে সবকিছুর জন্য শুকরিয়া জ্ঞাপন করে পোস্ট করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। পোস্টে মুশফিক লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’।
মুশফিকের সাথে নিলামে দল পাননি আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদও। অন্যদিকে চড়া দামে দল পেয়েছেন মোঃ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিনরা
আরও পড়ুন:
এবারের নিলামে জায়গা পেয়েছেন মোট ৪১৫ জন ক্রিকেটার। তাদের মধ্যে স্থানীয় খেলোয়াড় ১৫৮ জন, বিদেশি ২৫৭ জন। সবমিলিয়ে অন্তত ৮৪ জন ক্রিকেটার দল পাবেন।
ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৫/এআই
