Connect with us
ক্রিকেট

বিপিএলে কোচের ভূমিকায় ইমরুল কায়েস

Imrul Kayes takes up the role of coach in the BPL.
এবারের বিপিএলে কোচের ভূমিকায় দেখা যাবে ইমরুল কায়েসকে। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরেও খেলোয়াড়ের ভূমিকায় ছিলেন ইমরুল কায়েস। তবে এবারের আসরে ভিন্ন ভূমিকা দেখা যাবে তাকে। বিপিএলের ১২ তম আসরে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন একাধিক শিরোপাজয়ী এই অধিনায়ক। 

২০২৬ বিপিএলে ইমরুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সিলেট টাইটান্স। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন ইমরুল। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন তিনি। গত বছরের নভেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন তিনি। তবে পেশাদার ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানানোর আগেই কোচিংয়ে নাম লেখালেন এই বাঁহাতি ওপেনার।



বিপিএলে খেলোয়াড় হিসেবে অধিকাংশ সময়টা কুমিল্লা ভিক্টোরিয়ান্সেই পার করেছেন ইমরুল। ফ্রাঞ্চাইজিটির হয়ে একাধিক শিরোপা জিতেছেন তিনি। অধিনায়ক হিসেবে তিনবার শিরোপা এনে দিয়েছেন কুমিল্লাকে। তবে সবশেষ আসরে কুমিল্লা না থাকায় খুলনা টাইগার্সের হয়ে খেলেন এই বাঁহাতি ওপেনার।

বিপিএলে সবমিলিয়ে ৫ ফ্রাঞ্চাইজির হয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন ইমরুল। এর মধ্যে ১১৩ ইনিংসে ব্যাট করে ২৩৬৪ রান করেন তিনি। বিপিএলে তার গড় ২৩.১৭ এবং স্ট্রাইকরেট ১১১.৬৭। বিপিএলে তার কোনো সেঞ্চুরি নেই। তার সেরা ইনিংসটি ছিল ৮১ রানের। সবমিলিয়ে ১১টি ফিফটি রয়েছে এই তারকার।

কোচিং প্যানেলে দেশিদের ওপরই আস্থা রেখেছে সিলেটে। দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সোহেল ইসলাম। তার সহকারীর ভূমিকায় থাকছেন মাহমুদ ইমন। এছাড়া সিলেটের পেস বোলিং কোচ সৈয়দ রাসেল এবং স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এনামুল হক জুনিয়র।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট