ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এএফবি লাতিন-বাংলা সুপার কাপের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্কোয়াডে জায়গা পেয়েছেন ৬ বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার। ৫ ডিসেম্বর আসরের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে গোলাম রাব্বানীর শিষ্যরা।
ম্যানেজার, কোচিং স্টাফ ও খেলোয়াড় মিলিয়ে মোট ৩৪ জনের তালিকা প্রকাশ করেছে বাফুফে। স্কোয়াডে ডাক পেয়েছেন ৩ গোলরক্ষক। আলিফ রহমান ইমতিয়াজ, তাসিন সিহাবের পাশাপাশি ডাক পেয়েছেন চন্দ্র সাহা।
ডিফেন্ডার হিসেবে ডাক পেয়েছেন ১০ জন। আজম খান, ইকরামুল ইসলাম, ইহসান হাবিব রিদওয়ান, সাব্বির ইসলাম, নাসরুল্লাহ শেখ, তারেক হোসেন, মোহাম্মদ রাজ ও মাসুদ রানা। রয়েছেন দুই প্রবাসী ফুটবলারও। ডাক পেয়েছেন একরামুল কাস্পার হক ও ইব্রাহিম হাসিব নবাজ।
মিডফিল্ডার হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছে মোট ৫ জন। মো. আরিফ, শোপন হোসেন, কামাল মৃধা, আকাশ আহমেদের পাশাপাশি ডাক পেয়েছেন প্রবাসী ফুটবলার এশান মালিক।
ফরোয়ার্ড হিসেবে স্কোয়াডে রয়েছেন ১১ জন। আশিক, বায়জিত বোস্তামী, নাজমুল হুদা ফয়সাল, তাহসান খান, মো. মানিক, মো. হেদায়েতুল্লাহ, অপু রহমান, রিফাত কাজী। রয়েছেন ৩ প্রবাসী ফুটবলারও; বীতশোক চাকমা, আরহাম ইসলামের পাশাপাশি ডাক পেয়েছেন মুরসিদ আলী।
তিন দলের এই সুপার কাপে অংশ নিতে ২ ডিসেম্বর ঢাকায় পা রাখবে আর্জেন্টিনার বুয়েনাস আয়ার্স ভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব-২০ দল। এর এক দিন পর আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব-২০ দল।
আগামী ৫ ডিসেম্বর প্রতিযোগিতার প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ৮ ডিসেম্বর আর্জেন্টাইন প্রতিনিধিদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। প্রতিযোগিতার শেষ ম্যাচে ১১ ডিসেম্বর মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল।
এএফবি লাতিন-বাংলা সুপার কাপের আয়োজক, এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আসাদুজ্জামান ইতোমধ্যে নিশ্চিত করেছেন ব্রাজিলের দলটির সঙ্গে বাংলাদেশে আসবেন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কাফু।
টুর্নামেন্ট সূচি
৫ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ব্রাজিল (৭টা সন্ধ্যা)
৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আর্জেন্টিনা (৭টা সন্ধ্যা)
১১ ডিসেম্বর: আর্জেন্টিনা বনাম ব্রাজিল (শেষ ম্যাচ)
প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।
বাংলাদেশের স্কোয়াড
গোলরক্ষক:
আলিফ রহমান ইমতিয়াজ, তাসিন সিহাব, চন্দ্র সাহা
ডিফেন্ডার:
আজম খান, ইকরামুল ইসলাম, ইহসান হাবিব রিদওয়ান, সাব্বির ইসলাম, নাসরুল্লাহ শেখ, তারেক হোসেন, এমদাদ রাজ, মাসুদ রানা, একরামুল কাস্পার হক, ইব্রাহিম হাসিব নবাজ
মিডফিল্ডার:
মো. আরিফ, শিপন হোসেন, কামাল মৃধা, আকাশ আহমেদ, এশান মালিক
ফরওয়ার্ড:
আশিক, বায়জিত বোস্তামী, নাজমুল হুদা ফয়সাল, তাসান খান, মো. মানিক, মো. হেদায়েতুল্লাহ, অপু রহমান, রিফাত কাজী, বীতশোক চাকমা, আরহাম ইসলাম, মুরসেদ আলী
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/এআই