আগামী মাসে মাঠে গড়াবে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য আজ শুক্রবার (২৮ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আসন্ন এই টুর্নামেন্টে ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন আয়ুশ মাত্রে। আইপিএলের গত আসরে চেন্নাইয়ের জার্সিতে মাঠ মাতানো এই তরুণ সবশেষ ২০২৪ আসরেও খেলেছেন। চলতি বছর তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে ভারতের যুব দল। যদিও সেখানে তার পারফরম্যান্স আশানুরূপ ছিল না। তবুও এশিয়া কাপে তার নেতৃত্বেই আস্থা রাখছে বোর্ড।
আয়ুশের ডেপুটি হিসেবে থাকছেন বিহান মালহোত্রা। ওয়ানডেতে দারুণ ছন্দে আছেন তিনি। ইংল্যান্ড সিরিযে ৫ ইনিংসে ২৪৩ রান করেছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়া সিরিজে ৩ ম্যাচে করেন ১১৯ রান। এছাড়া টেস্ট সিরিজেও দুর্দান্ত করেছিলেন এই ব্যাটার।
তবে সব ছাপিয়ে আলোচনার শীর্ষে বৈভব সূর্যবংশী। যুব এশিয়া কাপের গত আসরেও ভারতের জার্সিতে খেলেছেন এই মারকুটে ব্যাটার। গত আসরেও ভালো পারফরম্যান্স করেছিলেন তিনি। বর্তমানে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন সূর্যবংশী। সম্প্রতি রাইজিং স্টার্স টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারত ‘এ’ দলের হয়ে ৪ ম্যাচে ২৩৯ রান করেন এই তারকা।
আগামী ১২ ডিসেম্বর থেকে দুবাইয়ে মাঠে গড়াবে যুব এশিয়া কাপ। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পড়েছে ভারত। যেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী। এছাড়া বাছাইপর্ব পার করে আসা তিন দলের মধ্যে দুই দল খেলবে এই গ্রুপে। আগামী ১২, ১৪ ও ১৬ ডিসেম্বর গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে ভারত। ১৪ ডিসেম্বর হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মোকাবিলা করবেন মাত্রে-সূর্যবংশীরা।
২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের স্কোয়াড : আয়ুশ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বেডেন্ট ত্রিভাদি, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), হারভানশ সিং (উইকেটরক্ষক), যুবরাজ গোহিল, কানিশক চৌহান, খিলান এ প্যাটেল, নামান পুশপাক, ডি. ডীপাশ, হেনিল প্যাটেল, কিশান কুমার সিং (ফিটনেসের উপর নির্ভরশীল), উদাভ মোহন, অ্যারন জর্জ।
স্ট্যান্ডবাই : রাহুল কুমার, হেমচুদেশান জে, বি.কে. কিশোর, আদিত্য রাওয়াত।
উল্লেখ্য, যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং রানার্সআপ ভারত। গত আসরের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশের যুবারা।
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/বিটি