Connect with us
ক্রিকেট

বিপিএলে সব দলের প্রধান কোচ চূড়ান্ত

Coaches of six teams in BPL
বিপিএলের ছয় দলের প্রধান কোচ। ছবি: সংগৃহীত

বিপিএল ২০২৬ মৌসুমকে সামনে রেখে অংশগ্রহণকারী ছয় ফ্র‍্যাঞ্চাইজি তাদের দলের হেড কোচদের নাম চূড়ান্ত করেছে। ইতোমধ্যেই দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কোচিং স্টাফ ঘোষণা করা হয়েছে। এবারের আসরে বিদেশি ও দেশি কোচদের সংমিশ্রণ দেখা যাবে

ঢাকা ক্যাপিটালস দলের দায়িত্ব পেয়েছেন সাবেক বিশ্বকাপজয়ী ইংলিশ কোচ টবি রেডফোর্ড। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে নিয়োগ দিয়েছে রংপুর রাইডার্স।

দেশি কোচদের মধ্যে, সিলেট টাইটান্সের দায়িত্বে থাকছেন সোহেল ইসলাম ও ব্যাটিং কোচ হিসেবে থাকবেন ইমরুল কায়েস, রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার, নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের কোচ হিসেবে থাকবেন খালেদ মাহমুদ সুজন, আর চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ কোচমিজানুর রহমান বাবুল।



সব মিলিয়ে, বিপিএল ২০২৬ মৌসুমের প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোদমে। দলের পারফরম্যান্স যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কোচদের ভূমিকাও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে বিপিএলকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে প্লেয়ার নিলাম। নিয়ম অনুযায়ী প্রত্যেক দল সরাসরি চুক্তিতে দুইজন করে দেশি প্লেয়ারকে দলে ভেড়াতে পারবে। এই ঘোষণার পরই প্রত্যেক দল নিজেদের মত করে দল ঘুচানোর কাজ শুরু করে দিয়েছে।

ইতিমধ্যেই সরাসরি চুক্তিতে রংপুর মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানকে দলে নিয়েছে। ঢাকায় চুক্তিবদ্ধ হয়েছেন তাসকিন আহমেদ ও সাইফ হাসান। সিলেট দলে উঠেছেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। রাজশাহী নিয়েছে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমকে। চট্টগ্রাম দলে যুক্ত হয়েছে দুই স্পিনার শেখ মেহেদী ও তানভির ইসলাম।

উল্লেখ্য, এবারের বিপিএল হবে ছয় দল নিয়ে। ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এবার অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস। মালিকানায়ও এসেছে পরিবর্তন রংপুরের দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালস গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে। নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান) পেয়েছে ঢাকার মালিকানা। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস পরিচালনা করবে দেশ ট্রাভেলস।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট