Connect with us
ক্রিকেট

ঢাকা ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে বিশ্বকাপজয়ী টবি রেডফোর্ড

Toby Redford
টবি রেডফোর্ড; ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ। ছবি: সংগৃহীত

ঢাকা ক্যাপিটালস তাদের কোচিং সেটআপ নিয়ে খানিকটা দুটানায় ছিল আগে থেকেই। মেন্টর হিসেবে শোয়েব আখতারের নাম নিশ্চিত হলেও প্রধান কোচ কে হচ্ছেন, সেটা দলে ও ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। শেষ পর্যন্ত সেই অপেক্ষার ইতি টানলো তারা। বিশ্বকাপজয়ী সাবেক ইংলিশ কোচ টবি বেডফোর্ডকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়াতে দেওয়া এক ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকেই ধারণা মিলছিল, টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সহকারী কোচ হিসেবে কাজ করা কাউকেই দায়িত্ব দিচ্ছে ঢাকা। কয়েক ঘণ্টা পর ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে জানায় দলটির হেড কোচ হচ্ছেন রেডফোর্ড। এর আগে বিসিবির হাই-পারফরম্যান্স দলে কাজ করার অভিজ্ঞতা থাকায় বাংলাদেশ ক্রিকেট কাঠামো নিয়েও তিনি যথেষ্ট অবগত।

এদিকে আসন্ন বিপিএলকে সামনে রেখে দল গোছানো শুরু করেছে ঢাকা। আগেই ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো হয়েছে। তবে পুরো মৌসুমে পাওয়া যাবে না তাকে। পাকিস্তানের ডানহাতি ব্যাটার উসমান খানকে নেওয়ায় সেই ঘাটতি কিছুটা পূরণ হতে পারে। গত মৌসুমে চিটাগং কিংসের হয়ে দুর্দান্ত খেলেছিলেন তিনি। এবার ঢাকার হয়ে পুরো আসরেই পাওয়া যেতে পারে তাকে।



এদিকে নিলামের আগেই সরাসরি দুই দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ঢাকা সেই নিয়মে বর্তমানে টি-টোয়েন্টির সহ-অধিনায়ক ও জাতীয় দলের নিয়মিত মুখ সাইফ হাসান এবং পেসার তাসকিন আহমেদকে সরাসরি চুক্তিতে স্কোয়াডে নিয়েছে।

এবার অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস। মালিকানায়ও এসেছে পরিবর্তন রংপুরের দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালস গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে। নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান) পেয়েছে ঢাকার মালিকানা। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস পরিচালনা করবে দেশ ট্রাভেলস।

আগামী ৩০ নভেম্বর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট