Connect with us
ফুটবল

ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ জিতল ইতালি

Italy beat Brazil in Third position match in Fifa U17 World Cup
ব্রাজিলকে পরাজিত করে ব্রোঞ্জ জিতল ইতালি। ছবি- সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অস্ট্রিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল পর্তুগাল। টুর্নামেন্টে এর আগে সেমিফাইনালে ব্রাজিলকে বিদায় করেছিল তারা। যুব বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাই মাঠে নেমেছিল ব্রাজিল। যেখানে টাইব্রেকারে সেলেসাওদের হারিয়ে ব্রোঞ্জ শিরোপা জিতল ইতালি।

গতকাল বৃহস্পতিবার রাতে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল ব্রাজিল এবং ইতালির মধ্যে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। নাটকীয় সেই ম্যাচ শেষ পর্যন্ত হয়েছিল গোলশূন্য ড্র। আর তারপরে ম্যাচের ফলাফল গড়ায় টাইব্রেকারের পেনাল্টি শুটআউটে। যেখানে ব্রাজিলকে ৪-২ গোলে পরাজিত করে ইতালি।

টাইব্রেকারে এদিন ব্রাজিল ফুটবলারদের নেওয়া দুটি শট দারুণভাবে রুখে দেন ইতালি গোলরক্ষক আলেসান্দ্রো লঙ্গোনি। এতে করে খেলা থেকে ছিটকে যায় ব্রাজিল। এর আগে টুর্নামেন্টের শেষ ষোলো এবং রাউন্ড অব-৩২ এর ম্যাচে টাইব্রেকারেই ম্যাচ জিতেছিল ব্রাজিল। তবে এবার পারলো না তারা।



গ্রুপ পর্বে দারুণ দাপট দেখিয়ে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছিল ব্রাজিল। কিন্তু নকআউট পর্বের শুরুতেই তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। যেখানে প্যারাগুয়ের মুখোমুখি হয়ে ব্রাজিল জিতে টাইব্রেকারে। এরপর শেষ ১৬ এর ম্যাচে ফ্রান্সের সঙ্গে কঠিন মোকাবিলাতেও জয় আসে পেনাল্টি শুটআউটে।

কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল উঠে যায় টুর্নামেন্টের সেমিফাইনালে। যেখানে পর্তুগালের মুখোমুখি হয় চারবারের যুব বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলশূন্য ড্রয়ের সেই ম্যাচে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৬-৫ গোলে পরাজিত হয় ব্রাজিল। এতে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় তাদের।

টুর্নামেন্টের ওপর সেমিফাইনালে অস্ট্রিয়ার কাছে হেরে হৃদয় ভাঙ্গে ইতালির। ফলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া এই দুই দল। তবে সেখানেও শেষ হাসি হাসে ইতালি। এদিকে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জিতে নিয়েছে পর্তুগাল।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল