নারী আইপিএলের আগামী আসর সামনে রেখে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিল্লিতে নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলাম থেকে দল থেকে দেশ-বিদেশের অনেক নারী তারকারা। আবার বেশ কয়েকজন তারকা অবিক্রিত থেকে গেছেন। তবে বাংলাদেশ থেকে দল পাননি কেউই।
নিলাম থেকে মোট ৬৭ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে পাঁচটি ফ্রাঞ্চাইজি। তাঁদের মধ্যে ৪৪ জন স্থানীয় এবং বাকি ২৩ জন বিদেশি। তবে বিদেশির মধ্যে থেকে দল পাননি বাংলাদেশের কেউই। মারুফা আক্তার-রাবেয়া খানদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।
নারী আইপিএলের নিলামে নাম দিয়েছিলেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। সেখান থেকে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন কেবল ৩ ক্রিকেটারের। মারুফা, রাবেয়া ও স্বর্ণা আক্তারের জায়গা হয়েছিল নিলামের চূড়ান্ত তালিকায়। প্রত্যেকেরই ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৩০ লাখ রুপি।
তবে তাঁদের মধ্যে প্রথমে নিলামে তোলা হয় মারুফাকে। তবে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। পরে রাবেয়াকেও নিলামে তোলা হলে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এছাড়া স্বর্ণা আক্তারকে কোনো সেটেই নিলামে তোলা হয়নি। তাই তিনিও রয়ে গেছেন অবিক্রিত।
নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা। ‘রাইট-টু-ম্যাচ’ (আরটিএম) ব্যবহার করে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ফিরিয়ে নেয় ইউপি ওয়ারিয়র্স। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হলেন এই তারকা।
বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন কিউই অলরাউন্ডার অ্যামেলিয়া কের। তাকে ৩ কোটি রুপি খরচ করে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অ্যামেলিয়ার জাতীয় দলের সতীর্থ সোফি ডিভাইনকে ২ কোটি রুপিতে দলে নেয় গুজরাট জায়ান্টস। এছাড়া অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মেগ ল্যানিংকে ১ কোটি ৯০ লাখ রুপি এবং দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার লরা উলভার্টকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
সবমিলিয়ে ৬৭ খেলোয়াড়কে দলে ভেড়াতে মোট ৪০.৮ কোটি রুপি খরচ করেছে ফ্রাঞ্চাইজিগুলো। তবে অ্যালিসা হিলি, হেদার নাইট, অ্যামি জোনস, অ্যালানা কিংদের মতো তারকা ক্রিকেটারদের নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।
আগামী বছরের ৯ জানুয়ারি পর্দা উঠবে নারী আইপিএলের চতুর্থ আসরের। প্রায় এক মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৫/বিটি