আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে আইরিশরা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন হ্যারি টেক্টর। ৪১ বলে ১ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই তারকা। এছাড়া ৩২ রান করেন টিম টেক্টর।
এদিন ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় আয়ারল্যান্ড। পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৪৮ রান তুলে নেয় তারা। পাওয়ারপ্লেতে বাংলাদেশেফ একমাত্র শিকার পল স্টার্লিং। দলীয় ৪০ রানের মাথায় তানজিম সাকিবের শিকার হয়ে ফিরে যান তিনি। আইরিশ অধিনায়কের ব্যাট থেকে আসে ১৮ বলে ২১ রান।
পাওয়ারপ্লে শেষেও রান তোলার গতি অব্যাহত রাখে আয়ারল্যান্ড। বল হাতে বাংলাদেশও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয়। দলীয় নবম ওভারে ৭১ রানের মাথায় রিশাদ হোসেনের বলে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার টিম টেক্টর।
এরপর রানের চাকা এগিয়ে নেন হ্যারি টেক্টর। মাঝের ওভারগুলোতে তাকে সঙ্গ দেন লরকার টাকার ও কার্টিস ক্যাম্ফার। ১৩তম ওভারে দলীয় ১০৫ রানের মাথায় শরিফুলের শিকার হয়ে ফেরেন লরকান। তার ব্যাট থেকে আসে ১৪ বলে ১৮ রান। এরপর ১৮তম ওভারে তানজিমের শিকার হয়ে ফেরেন ক্যাম্ফার। তিনি করেন ১৭ বলে ২৪ রান।
এরপর ফিফটি তুলে নেন টেক্টর। শেষদিকে বেশকিছু রান তোলেন এই ব্যাটার। তাতে ১৮০ ছাড়ায় দলীয় রান। এছাড়া শেষদিকে নেমে ৭ বলে ১২ রানের ক্যামিও খেলেন জর্জ ডকরেল।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৪১ রান দিয়ে ২টি উইকেট নেন তানজিম সাকিব। এছাড়া একটি করে উইকেট নেন রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৫/বিটি