Connect with us
ক্রিকেট

সরাসরি চুক্তিতে সৌম্য-হাসানকে দলে নিল নোয়াখালী এক্সপ্রেস

Soumya Sarkar & Hasan Mahmud
নোয়াখালীতে সৌম্য ও হাসান। ছবি: সংগৃহীত

বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা পাওয়ার পর থেকেই দল গঠনে উঠেপড়ে লেগেছে। মালিকানা পাওয়ার পরপরই তারা নেমে গেছে স্কোয়াড সাজানোর কাজে। সেই তালিকার প্রথম ধাপেই দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি সেরে ফেলেছে দলটি। প্রথম ধাপেই তারকা ওপেনার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে তারা।

এবারই প্রথমবারের মতো বিপিএলে নাম লেখাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামের ঠিক আগে ষষ্ঠ দল হিসেবে তাদের অন্তর্ভুক্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। দলটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস, আর দল পরিচালনার জন্য প্রধান কোচ হিসেবে নেতৃত্বে আনা হয়েছে খালেদ মাহমুদ সুজনকে। গত আসরে ঢাকা ক্যাপিটালসের কোচ ছিলেন তিনি। এবার দেখা যাবে নোয়াখালীর ডাগ আউটে।

নিয়ম অনুযায়ী নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারে। নোয়াখালী সেই সুযোগ কাজে লাগিয়েছে দ্রুত। সৌম্য সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো ছন্দে আছেন, জাতীয় দলে ফিরেও রান করেছেন নিয়মিত। অন্যদিকে হাসান মাহমুদও গতি ও বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কারয়ানে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠেছেন।



দেশি দুজনকে নিশ্চিত করার পর এবার নজর বিদেশি কোটায়। ইতিমধ্যেই তিনজন ক্রিকেটারের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। তারা হলেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ও নিউজিল্যান্ডের জিমি নিশাম। তারা আগ্রহী হলেও পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে না কাউকেই।

এদিকে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোও নিলামের আগে নিজেদের প্রস্তুত করছে দ্রুতগতিতে। ইতিমধ্যেই সরাসরি চুক্তিতে রংপুর মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানকে দলে নিয়েছে। ঢাকায় চুক্তিবদ্ধ হয়েছেন তাসকিন আহমেদ ও সাইফ হাসান। সিলেট দলে উঠেছেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। রাজশাহী নিয়েছে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমকে। চট্টগ্রাম দলে যুক্ত হয়েছে দুই স্পিনার শেখ মেহেদী ও তানভির ইসলাম।

সব মিলিয়ে বিপিএলের সময় যত ঘনিয়ে আসছে সেটা ঘিরে উত্তেজনাও বাড়ছে দ্রুত। ষষ্ঠ দল হিসেবে নোয়াখালী যুক্ত হওয়ার পরে সেই আকর্ষণ আরও বেড়েছে। সৌম্য ও হাসানকে নিয়ে প্রথমেই তারা চমক দেখিয়েছে। আগামী ৩০ নভেম্বর হোটেল রেডিসন ব্লুতে প্লেয়ারদের নিলাম অনুষ্ঠিত হবে। সবার অপেক্ষা এখন সেই নিলামের। দেশি-বিদেশি তালিকা মিলিয়ে কোন দল কতটা চমক দেয় ও শক্তিশালী দল গঠন করতে পারে সেদিকেই সবার নজর থাকবে।

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট