Connect with us
ক্রিকেট

‘কলকাতায় টানা তিনটা ম্যাচ, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট’

Bangladesh T-20 Team
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আসন্ন এই টুর্নামেন্টের গ্রুপিং সম্পন্ন হয়েছে। একইসঙ্গে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্বকাপে ৪ গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ২০টি দল। যেখানে বাংলাদেশ রয়েছে গ্রুপ সি-তে। এবার কঠিন গ্রুপে পড়েছে টাইগাররা। এই গ্রুপে লিটনদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাকি দুই প্রতিপক্ষ হলো নেপাল ও প্রথমবার বিশ্বকাপের টিকিট পাওয়া ইতালি।

তবে কঠিন গ্রুপে পড়েও আশার কথা শোনালেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। বিশ্বকাপে একই ভেন্যুতে টানা ৩টি ম্যাচ খেলবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম তিনটি ম্যাচ খেলবে টাইগাররা। আর এটাকেই প্লাস পয়েন্ট হিসেবে দেখছেন লিটন।



আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে আসেন লিটন। সেখানে বিশ্বকাপের গ্রুপিং প্রসঙ্গে লিটন বলেন, ‘আমার মনে হয় টি-টোয়ন্টি ফরম্যাটে ম্যাচগুলো খুবই ভালো হবে। এখানে সবগুলো দলই টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ভালো। কলকাতায় খেলা হলে আমরা একটা বেনিফিট পাবো। সেখানে আমরা টানা তিনটা ম্যাচ খেলবো। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করবো।’

Litton Das

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। ছবি- সংগৃহীত

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইতালি। একই মাঠে ৯ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল।

ইতালি ম্যাচ শেষে চারদিন বিরতি পাবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এরপর মুম্বাইতে পাড়ি জমাবেন লিটনরা। ১৭ ফেব্রুয়ারি ওয়াংখেডে স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট