Connect with us
ক্রিকেট

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ মুশফিক-মুরাদের

Mushfiq and Murad
মুশফিকের সঙ্গে হাসান মুরাদ। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইতিহাসগড়া সেঞ্চুরির পর আইসিসি থেকেও সুখবর পেলেন মুশফিকুর রহিম। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন দাস, মুমিনুল হকেরও। আয়ারল্যান্ড সিরিজে অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৪০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫২ নম্বরে।

যথারীতি বুধবার ছেলেদের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে এখন ৩০ নম্বরে উঠেছেন মুশফিক।

মিরপুর নিজের শততম টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলেন মুশফিক। ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করা ১১তম ব্যাটার মুশফিক। পরে দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। তৃতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসেই ৫০ পার করেন মুশফিক।



শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও ফিফটি করা বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার মুশফিক। এর আগে এই কীর্তি ছিল শুধু রিকি পন্টিংয়ের। এমন রেকর্ড গড়া পারফরম্যান্সের সৌজন্যে ৬২৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন ৩০ নম্বরে মুশফিক

একই ম্যাচে প্রথম ইনিংসে ১২৮ রানের ইনিংস খেলে ৮ ধাপ এগিয়েছেন লিটন। এখন ৫৯৬ রেটিং নিয়ে ৩৭ নম্বরে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দুই ইনিংসে ৬৩ ও ৮৭ রান করে আউট হওয়া মুমিনুলও এগিয়েছেন ৮ ধাপ। তিনি এখন তার অবস্থান ৪৬ নম্বরে।

তবে ৭ ধাপ পিছিয়েন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এখন তার অবস্থান ৪১তম। এছাড়া এক ধাপ এগিয়ে ৫৪ নম্বরে আছেন সাদমান ইসলাম।

বোলারদের তালিকায় ৪ ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম। মিরপুর টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে আড়াইশ উইকেট পূর্ণ করা বাঁহাতি স্পিনার এখন ৬৯১ রেটিং নিয়ে আছেন ১৫ নম্বরে। এছাড়া ২৫ নম্বরে অপরিবর্তিত আছেন মেহেদী হাসান মিরাজ।

সব মিলিয়ে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সাবেক ইংলিশ অধিনায়ক জো রুট। দ্বিতীয় অবস্থানে রয়েছে আরেক ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। তৃতীয় অবস্থানে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন।

পরিবর্তন হয়নি টেস্টের বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় অবস্থানে রয়েছেন কিউয়ি  পেসার ম্যাট হেনরি, তৃতীয় অবস্থান ধরে রেখেছেন পাকিস্তানি স্পিনার নোমান আলী।

টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দল হারলে পার্থ টেস্টে দারুন পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। মেহেদী হাসান মিরাজ কে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন এই পেস অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট