ভারতকে ঘরের মাঠে উড়িয়ে দিয়ে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। আজ (বুধবার) গুয়াহাটি টেস্টে প্রোটিয়াদের কাছে স্বাগতিকদের হার ৪০৮ রানের বিশাল ব্যবধানে। এমন জয়ের দিনে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে প্রোটিয়ারা।
২৭ রানে ২ উইকেট নিয়ে গুয়াহাটি টেস্টের শেষদিন শুরু করেছিল স্বাগতিক ভারত। জয়ের জন্য শেষ দিনে তাদের প্রয়োজন ছিল ৫২২ রান, আর দক্ষিণ আফ্রিকার ৮ উইকেট।
পাহাড়সম লক্ষ্য নিয়ে দিনের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। দলীয় ৪০ ও ব্যক্তিগত ৫ রানে হার্মারের বলে বোল্ড হয়ে ফেরেন কুলদীপ যাদব। ২ রান পরেই হার্মারের তৃতীয় শিকার ধ্রুব জুরেল।
জুরেলের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন অধিনায়ক ঋষভ পন্ত। একপ্রান্ত আগলে রাখা সুদর্শনের সাথে জুটি গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন এই উইকেটরক্ষক ব্যাটার। ব্যক্তিগত ১৩ রানে হার্মারের চতুর্থ শিকার হলে ভারতের স্কোর দাড়ায় ৫ উইকেটে ৫৮ রান।
অসম্ভবপ্রায় অবস্থান থেকে দলকে টিকিয়ে রাখার চেষ্টা চালান সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজা। দলীয় ৯৫ রানে মাথুসামির শিকার হয়ে ফেরেন ১৩৯ বলে ১৪ করা সাই সুদর্শন।
এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন জাদেজা। ব্যক্তিগত ১৬ রানে হার্মারের পঞ্চম শিকার হয়ে ফেরেন সুন্দর। ইনিংস বড় করতে পারেননি নিতীশ কুমার রেড্ডিও। কোনো রান না করেই দলীয় ১৩৮ রানে হার্মারের ষষ্ঠ শিকার রেড্ডি।
দলীয় ১৪০ ও ব্যক্তিগত ৫৪ রানে মহারাজের বলে ক্যাচ তুলে বিদায় নেন জাদেজা। শেষে মোহাম্মদ সিরাজের উইকেটও তার ঝুলিতে।
শেষপর্যন্ত ৪০৮ রানের বিশাল জয় পায় বাভুমার দল। এই জয়ে ২৬ বছর পর ভারতের মাটিতে কোনো টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা। অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচে অপরাজিত বাভুমা।
এমন ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের দিনে বেশ কিছু রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। ভারতের টেস্ট ইতিহাসে রানের হিসেবে সর্বোচ্চ ব্যবধানে হারের লজ্জায় ডুবিয়েছে ঋষভ পন্তের দলকে। গুয়াহাটি টেস্টে ৪০৮ রানে হেরে পন্তের দল ভেঙেছে ২০০৪ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪২ রানের হারের রেকর্ড।
টেস্টে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার এখন সিমোন হার্মার। মাত্র চার ম্যাচেই ২৭ উইকেট নিয়ে ডানহাতি এই স্পিনার ছাড়িয়ে গেলেন ২৬ উইকেট নেওয়া ডেল স্টেইনকে।
দক্ষিণ আফ্রিকা দলের টেস্টের নেতৃত্বে সফল টেম্বা বাভুমা। তাঁর অধিনায়কত্বে এরইমধ্যে ১১টি টেস্ট জিতেছে প্রোটিয়া দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট ইতিহাসে অন্তত ১২ ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে সবার সেরা বাভুমা। বাভুমা লাল বলের ক্রিকেটে দায়িত্ব নেওয়ার পর ১১টি টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাকি ম্যাচ ভেস্তে যায় বৃষ্টি কারণে। এ তালিকায় যৌথভাবে দুইয়ে আছেন ১০ টেস্ট জেতা ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এবং অস্ট্রেলিয়ার লিন্ডসে হেসেট।
ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৫/এআই