পরিসংখ্যানে পুরো ম্যাচ জুড়ে এগিয়ে থাকলেও ভালো ফিনিশিংয়ের অভাবে হারতে হয়েছে সিটিমে। ম্যানচেস্টার সিটি বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোল আদায় করতে পারল না। সুযোগ পেয়েও কাজে না লাগাতে পারার পরিণতি তারা বুঝল লেভারকুজেনের বিপক্ষে। দুই অর্ধে দুটি ভালো ফিনিশিংয়ে জার্মান এই ক্লাবটি পেল তিন পয়েন্ট। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে লেভারকুজেনের কাছে ২–০ গোলে হেরেছে সিটি।
ম্যাচের শুরু থেকেই সিটির খেলায় ছিল ধীর গতি। আক্রমণ তৈরি করলেও গোলের সামনে গিয়ে ভালো ফিনিশিং দিতে পারছিল না তারা। বিপরীতে লেভারকুজেন খুব কম সুযোগ পেলেও যথাযথভাবে তা কাজে লাগিয়েছে। ২৩তম মিনিটে টিলমানের ক্রস থেকে ডি বক্সে তৈরি হওয়া ভীড় থেকে বল পেয়ে গ্রিমালদো জোরাল শটে গোল করে দলকে লিড এনে দেন।
বিরতির আগে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল সিটি। রেইন্ডার্স ডি বক্সের ভেতর থেকে শট নিলেও সোজা গোলরক্ষকের দিকেই চলে যায় বল। প্রথমার্ধে তৈরি হওয়া কয়েকটি সুযোগ কাজে না লাগানোর হতাশা নিয়ে বিরতিতে যায় গুয়ার্দিওলার দল।
ম্যাচে ফেরার জন্য দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন আনেন সিটি কোচ। ফোডেন, ডোকু ও পরের ধাপে হলান্ডকে নামিয়েও ম্যাচে ফেরত আসতে পারেনি। বরং ৫৪তম মিনিটে ব্যবধান বাড়ায় লেভারকুজেন। ইব্রাহিম মাজার দারুণ ক্রসে হেড দিয়ে গোল করেন শিক।
এরপর আরও আক্রমণ বাড়াতে থাকে সিটি। বক্সের সামনে সুযোগ তৈরি করলেও লেভারকুজেনের অসাধারণ ডিফেন্সের কারণে গোল করতে পারেনি। ম্যাচের শেষ দিকে শের্কির ফ্রি কিকও ফিরিয়ে দেন জার্মান দলের গোলরক্ষক। শেষ পর্যন্ত ব্যবধান কমাতে ব্যর্থ হয় সিটি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
এই হারের ফলে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত ছয়ে আছে সিটি। অন্যদিকে এই জয়ে তিন পয়েন্ট যোগ করে ১৩তম স্থানে উঠে এসেছে লেভারকুজেন। শীর্ষ তিনে রয়েছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান। তিন দলই চার ম্যাচে ১২ পয়েন্ট করে পেয়েছে।
ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৫/টিএ