আর মাত্র মাস দুয়েক পরেই শুরু হতে যাচ্ছে চার-ছক্কার জমজমাট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর জন্য ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে আইসিসি। বিশ্বকাপের সূচি ঘোষণার সময় আইসিসি চেয়ারম্যান জয় শাহ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এরই মধ্যে বিশ্বকাপের গ্রুপ তালিকা এবং ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে আইসিসি।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৮ মার্চ পর্যন্ত। এবারের বিশ্বকাপের আসর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। বিশ্বকাপকে কেন্দ্র করে প্রস্তুতিও সেরে ফেলছে আইসিসি ও আয়োজক দেশগুলো। ইতোমধ্যে রোহিত শর্মাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে চমক দেখিয়েছে আইসিসি।
রোহিত শর্মা এর আগে টানা নয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। ২০০৭ সালে হওয়া প্রথম আসরে ভারতের শিরোপা জয়ের সময়ও দলের অংশ ছিলেন তিনি। ২০২৪ সালে ভারতের দ্বিতীয় শিরোপা জয়ের দলে তিনি নেতৃত্ব দেন এবং ২৫৭ রান করে ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই আসর শেষে তিনি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন। টি-টোয়েন্টি থেকে অবসর করলেও এখনো ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি।
নয় বারের বিশ্বকাপ অংশগ্রহণে মোট ৪৭ ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। এতে তিনি রান করেছেন ১২২০, গড় ছিল ৩৪.৮৬ এবং স্ট্রাইক রেট ১৩৩.০৪।
এদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণার পর রোহিত শুর্মা বলেন, ভারতের মাটিতে আবারও বিশ্বকাপ আয়োজন হওয়া দারুণ এক ব্যাপার। নতুন দায়িত্ব পেয়েও তিনি বেশ খুশি। তিনি আরও বলেন, বিশ্বকাপে অংশ নেওয়া সকল খেলোয়াড়দের জন্য তাঁর শুভকামনা রইল। তিনি আশা করেন সবাই ভারতের আতিথেয়তা উপভোগ করবে।
উল্লেখ্য, বিশ দল নিয়ে হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে চার গ্রুপে পাঁচটি করে দল থাকবে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ২০ দল: ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৫/টিএ