Connect with us
ক্রিকেট

সেমিফাইনালে ‘শিশুসুলভ’ ভুলের জন্য আকবরের দুঃখ প্রকাশ

Akbor Ali
আকবর আলী। ছবি: সংগৃহীত

শিরোপার খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে। কাতারে রাইজিং স্টারস এশিয়া কাপ ফাইনালে সুপার ওভারে পাকিস্তান শাহীনসের কাছে সুপার ওভারে হারতে হয়েছে আকবর আলীর দলকে। 

সেমিফাইনালে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। সেই ম্যাচে নিজের ভুল থ্রো নিয়ে বেশ সমালোচিত হন আকবর আলী। দেশে ফিরেও বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক স্বীকার করেছেন, এমন ভুলের কোনো ব্যাখাই নেই তার কাছে।

আজ (মঙ্গলবার) সকালে দেশে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকবর বলেন, ‘ওই মোমেন্টে কী হয়েছে, আমি নিজেও জানি না। আমি কেন করেছি, এটার কোনো ব্যাখ্যাও নেই। তবে যে ভুলটা আমি করেছি, ওটা অনূর্ধ্ব-১২’র খেলোয়াড়েরাও করবে না। আসলে আমি এটাই বললাম যে এটার কোনো ব্যাখ্যা নেই আসলে আমার কাছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভুল করেছি এবং সরি বলেছিলাম ম্যাচ শেষে সবাইকে।’



শিরোপার খুব কাছাকাছি গিয়েও হাতছাড়া করায় হতাশা প্রকাশ করে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘প্লেয়ার, কোচিং স্টাফ থেকে সবাই একটু হতাশ, যেখান থেকে আমরা ফিরে এসেছি, এরপর সুপার ওভারে হারা সবার জন্য হতাশাজনক। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার, শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। সব মিলিয়ে বলতে হবে আমরা বেশির ভাগ জায়গায় ভালো ক্রিকেট খেলেছি, ফাইনাল জিততে পারলে, কোনো কোনো ম্যাচে ভুল কম করলে বলতাম আমরা পারফেক্ট টুর্নামেন্ট খেলে ফিরেছি।’

সুপার ওভারে ফাইনালে হেরে যাওয়া প্রসঙ্গে আকবর বলেন, ‘সুপার ওভারে কোনো দলই অভ্যস্ত নয়, সুপার ওভার হয়ই কালেভদ্রে। টানা দুইটা ম্যাচে সুপার ওভার খেলার ঘটনা কমই ঘটে। সুপার ওভারে হাইরিস্ক শটই খেলতে হয়, অনেক সময় ক্লিক করে, অনেক সময় করে না। আমি এভাবেই দেখছি ব্যাপারটাকে।’

রোববার (২৪ নভেম্বর) এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে সুপার ওভারে হেরেছে বাংলাদেশ। দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১২৫ রানে অলআউট হয় পাকিস্তান ‘এ’ দল। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ বাংলাদেশ ‘এ’ দল।

সুপার ওভারে বোলিং করতে আসেন আহমেদ দানিয়েল। তবে প্রথম ৩ বলে ৬ রান তুলেই ২টি উইকেট হারায় বাংলাদেশ। এরপর বাংলাদেশের হয়ে বোলিংয়ে আসে রিপন মন্ডল। প্রথম দুই বলে দুটি ইয়র্কারে মাত্র ২ রান দেন রিপন। তবে তৃতীয় বলে চার হাঁকিয়ে স্কোর সমান করে পাকিস্তান। এরপর চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট