পাকিস্তান সিরিজ সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সদস্যরা। চলতি মাসের শেষেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তানের প্রতিনিধিরা। ডিসেম্বরে হতে যাওয়া এই সিরিজ সামনে রেখে আজ সূচি ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার জুনিয়র নারী দলের এই সিরিজে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে। আগামী ৩ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এই সিরিজ। তার আগে ৩০ নভেম্বর বাংলাদেশে পা রাখবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সেদিনই ঢাকা থেকে কক্সবাজার যাবে সফরকারীরা।
কক্সবাজারে পৌঁছে পরের দুই দিন অর্থাৎ ১ ও ২ ডিসেম্বর পাকিস্তান দল কক্সবাজার একাডেমী মাঠে অনুশীলন করবে। এরপর টি-টোয়েন্টি সিরিজে মাঠের লড়াই শুরু হবে ৩ ডিসেম্বর। এরপর একদিন বিরতি নিয়ে ৫ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে উভয় দল। আর ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
সিরিজের মাঝে এরপর থাকবে দুই দিনের বিরতি। যেখানে ৮ ডিসেম্বর ক্রিকেটারদের বিশ্রামে রাখবে উভয় দল। এরপর ৯ ডিসেম্বর আবারো অনুশীলন করার সুযোগ পাবে পাকিস্তান। সেখান থেকে ১০ ডিসেম্বর চতুর্থ ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে এই সিরিজ। পরবর্তী ১২ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে বর্তমানে মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আর এসময় আজ জুনিয়র ক্রিকেটারদের মনোবল বাড়াতে প্রথমবারের মতো তাদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন চেয়ারম্যান রুবাবা দৌলা।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অফিস ভবনে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আসন্ন পাকিস্তান সিরিজের জন্য শুভকামনাও জানিয়েছেন এই নারী বিসিবি পরিচালক।
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৫/এফএএস