বিপিএল নিয়ে নানান জল্পনা কল্পনার শেষ নেই। পাঁচ দল, ছয় দল নাকি সাত দল নিয়ে বিপিএল হবে তা নিয়ে নানান গুঞ্জন ছিল। সর্বশেষ যাচাই-বাছাই শেষে পাঁচ দল চূড়ান্ত হলেও তা নিয়েও অনিশ্চয়তা ছিল। অবশেষে বিপিএলে ষষ্ঠ দল হিসেবে প্রথমবারের মত যুক্ত হতে যাচ্ছে ‘নোয়াখালী এক্সপ্রেস’। যাদের মালিকানায় থাকছে প্রথমবার দল না পাওয়া দেশ ট্রাভেলস।
বিপিএলের ১২তম আসর শুরুর আগেই তিন দফা পিছিয়েছে নিলাম পর্ব। প্রথমে ১৭ নভেম্বর, পরবর্তীতে ২৩ নভেম্বর, অবশেষে ৩০ নভেম্বর নিলাম হওয়ার প্রস্তুতি চলছে। তার মধ্যেই নিশ্চিত হলো নতুন একটি দলের আগমন। শেষ মুহূর্তে বিপিএলে জায়গা করে নিল নোয়াখালী এক্সপ্রেস।
দেশ ট্রাভেলসের মালিকানায় দলটি যুক্ত হয়েছে সোমবার রাতে। নোয়াখালী এক্সপ্রেসের একজন কর্মকর্তা জানান, বিসিবি মেইলে দল অন্তর্ভুক্তির সিদ্ধান্ত জানিয়েছে। আজকের মধ্যেই দলের বাকি আনুষ্ঠানিকতা শেষ হবে।
এতে করে আসন্ন মৌসুমে পাঁচ দলের জায়গায় ছয় দলই খেলবে। সম্ভাব্য সূচি অনুযায়ী টুর্নামেন্ট মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর, আর ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।
এর আগে মালিকানা কাঠামোয় বড় পরিবর্তন আনে বিসিবি। রংপুর রাইডার্স পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। ট্রায়াঙ্গাল সার্ভিসকে দেওয়া হয়েছে চিটাগং রয়েলসের মালিকানা। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ, সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি। ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা গেছে চ্যাম্পিয়ন স্পোর্টসের হাতে।
উল্লেখ্য, বিসিবি থেকে নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল যে পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। সেই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। এমন পরিস্থিতিতে ১৮ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল। সেই সময়ের মধ্যেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টাকা জমা দিতে পারেনি। ফলে বিপিএলের নিলামও পিছিয়ে যায় ৩০ নভেম্বরে।
এদিকে শুরুতে বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছিল দেশ ট্রাভেলস। প্রাথমিক যাচাই-বাছাইয়ে শর্তপূরণ করতে না পারায় চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়ে তারা। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হতে হচ্ছে নোয়াখালী ‘এক্সপ্রেস’ খ্যাত।
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৫/টিএ