Connect with us
ক্রিকেট

এশিয়া কাপের সম্ভাব্য সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

Bangladesh Under 19 cricket team
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের আসর। আনুষ্ঠানিকভাবে সূচি এখনো প্রকাশ না হলেও টুর্নামেন্টের কাঠামো ও ম্যাচডে নিশ্চিত করেছে একাধিক সূত্র। এদিকে এশিয়া কাপকে ঘিরে বাংলাদেশও নিজেদের মত করে প্রস্তুতি সেরে নিচ্ছে।

সম্প্রতি শেষ হয়েছে এশিয়া কাপ রাইজিং স্টারস-২০২৫ এর টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশ ‘এ’ দল দুর্দান্ত খেলেছে। ফাইনালে বাংলাদেশকে সুপার ওভারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান শাহীন্স। সেই টুর্নামেন্ট শেষ হতে না হতেই আরেকটি এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে শীঘ্রই। তবে এবার টুর্নামেন্ট হবে যুবাদের নিয়ে ওয়ানডে ফরম্যাটে।

বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে, যুব ওয়ানডে ফরম্যাটের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১২ ডিসেম্বর। মূল পর্বে সরাসরি অংশ নেবে পাঁচ দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাদের সঙ্গে যুক্ত হবে বাছাইপর্বের তিন দল।



কোন দল কোন গ্রুপে পড়বে তাও প্রায় চূড়ান্ত। বাছাইয়ে শীর্ষস্থান পাওয়া দল এবং তৃতীয় স্থানে থাকা দল থাকবে ‘এ’ গ্রুপে, ভারতের ও পাকিস্তানের সঙ্গে। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার–২ দলটি।

এই গ্রুপ থেকেই যাত্রা শুরু করবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১২ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ১৩ ডিসেম্বর। প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার দুই দিন পর, ১৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ কোয়ালিফায়ার ২ দলের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ডিসেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে আজ মঙ্গলবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে যথেষ্ট সময় পাচ্ছে বাংলাদেশের যুবারা। তাই কোচিং স্টাফের লক্ষ্য, শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো ঠিকমতো গুছিয়ে যথাযথ প্রস্তুতি নিয়ে মাঠে নামা। তবে এবার বাংলাদেশের লক্ষ্য পুরোনো শিরোপা পুনরুদ্ধার করা।

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট