Connect with us
ফুটবল

বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে মরিয়া কুকুরেলা

Marc Cucurella
চেলসি ডিফেন্ডার মার্ক কুকুরেলা। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে নিজের জন্মভূমির ক্লাবকে আবার সামনে পাচ্ছেন মার্ক কুকুরেলা। বার্সেলোনার একাডেমি লা মাজিয়াতে বেড়ে ওঠা এই স্প্যানিশ লেফটব্যাকের কাছে স্টামফোর্ড ব্রিজের পরবর্তী ম্যাচটি স্বাভাবিকভাবেই অন্য রকম অনুভূতির। নিজের সাবেক ক্লাবকে হারানোর লড়াইয়ে নামার অপেক্ষা আর নিতে পারছেন না তিনি।

বুধবার রাতে (বাংলাদেশ সময় রাত ২টা) চেলসির মাঠে মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা। ম্যাচের আগের দিন কুকুরেলা সরাসরি জানিয়ে দিয়েছেন, এই লড়াই তার ব্যক্তিগতভাবেও বিশেষ একটি চ্যালেঞ্জ।

বার্সেলোনার যুব দল, ‘বি’ দল এবং এক ম্যাচের জন্য মূল দলের জার্সি সব মিলিয়ে ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত কাতালানদের হয়েই খেলেছিলেন কুকুরেলা। পরে এইবার ও গেতাফের হয়ে লা লিগায় বার্সেলোনার বিপক্ষেও খেলেছেন তিনি। প্রায় পাঁচ বছর পর আবার মুখোমুখি হতে যাচ্ছেন পুরোনো পরিচয়ের ক্লাবটিকে।



তিনি বলছেন, “ম্যাচটা আমার আর পরিবারের জন্য খুবই বিশেষ। অনেক বছর আগে তাদের বিপক্ষে খেলেছি। এবার চ্যাম্পিয়ন্স লিগে আবার সুযোগ পেয়েছি। আশা করছি আমরা ভালো খেলব এবং ম্যাচ জিতে তিন পয়েন্ট তুলব।”

নিজের সাবেক ক্লাবকে নিয়ে তিনি বলেন, “বার্সা দুর্দান্ত একটি দল। হয়তো এই মৌসুমে তারা আগের মতো ম্যাচে কর্তৃত্ব কাটাতে পারছে না, কিন্তু তারা লিগ আর কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তাছাড়া তাদের দলেও প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে।”

এদিকে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে লামিনে ইয়ামালকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব কুকুরেলার কাঁধেই থাকার সম্ভাবনা বেশি। জাতীয় দলে একই ড্রেসিং রুম ভাগ করা দুই সতীর্থ এবার মুখোমুখি। লা মাজিয়ার পুরোনো পরিচয়ও আছে দুজনের। কুকুরেলা জানান, এর জন্যও প্রস্তুত তিনি।

তিনি বলেন, “এটা লামিন বনাম কুকুরেলার লড়াই নয়। বরং আমাদের দলের বিপক্ষে তাদের দল। লামিনকে থামানো কঠিন, সে যেকোনো সময় ম্যাচ পাল্টে দিতে পারে। তবে ওকে কিছুটা চিনি, আর আমার কাজ হলো দলকে সহযোগিতা করা। আশা করি আমরা জিততে পারব।”

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল