চলতি মাসের শেষদিকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের সিরিজ। দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আজ ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৭ দল। আগামী ২৮ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
আসন্ন এই সিরিজের জন্য আজ (সোমবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অদ্রিত ঘোষ, কাওসার আহমেদ, মোহাম্মদ সামির মতো জুনিয়র তারকা ক্রিকেটারদের রেখেই একাদশ ঘোষণা করেছে বোর্ড।
তিন দিনের ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। আগামী ২৮ নভেম্বর সিরিজের প্রথম তিনদিনের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। ম্যাচটি শেষে দুইদিনের বিরতি পাবে দুই দল। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় তিনদিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি বসুন্ধরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
লাল বলের খেলা শেষে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তিনটি ওয়ানডে। আগামী ৭ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর একদিন বিরতি দিয়ে ৯ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে এবং দুইদিন বিরতি দিয়ে ১২ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে।
শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল-
মোহাম্মদ সামি, কাওসার আহমেদ, জারিফ সিয়াম, অদ্রিত ঘোষ, রাকিবুল হোসেন, জুনায়েদ হোসেন, সৌরভ কর্মকার, লরেন্স রায়, আতিকুর রহমান আকাশ, মাহিনুজ্জামান মাহাবীর, ফারদিন হাসনাত অরণ্য, শহিদুল ইসলাম শহিদ, ইফতেখার, ফাইয়াজ রহমান ও নুবায়েত আলম।
ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/বিটি