Connect with us
অন্যান্য

নারী কাবাডি বিশ্বকপে আবারও শিরোপা জিতল ভারত

India win the Women’s Kabaddi World Cup once again.
টানা দ্বিতীয়বারের মতো নারী কাবাডি বিশ্বকপের চ্যাম্পিয়ন ভারত। ছবি- সংগৃহীত

নারী কাবাডি বিশ্বকাপের প্রথম আসরে ঘরের মাটিতে নিজেদের কাছেই শিরোপা রেখে দেয় ভারত। এরপর এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশে বসেছে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। এবারের আসরে চাইনিজ তাইপেকে হারিয়ে টানা দ্বিতীয়বারের শিরোপা ঘরে তুলেছে ভারতের মেয়েরা।

আজ সোমবার (২৪ নভেম্বর) ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে চাইনিজ তাইপেকে ৩৫-২৮ পয়েন্টে হারিয়েছে ভারতের নারী দল।

এদিন ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে রেইডে পাঠায় চাইনিজ তাইপে। শুরুতেই জমে উঠে খেলা। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুরুর চার রেইড পর ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৭-৭। এরপর পূজাকে সুপার ট্যাকল করে ৯-৭ পয়েন্টের লিড নেয় চাইনিজ তাইপে। এরপরেই সাঞ্জু দেবী রেইডে প্রতিপক্ষের ৪ খেলোয়াড়কে আউট করে ভারতকে ১৩-১২ পয়েন্টে এগিয়ে দেন। এভাবেই চলতে থাকে দুই দলের লড়াই। তবে ২০-১৬ পয়েন্টে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ভারত।



বিরতির পর ব্যবধান কমানোর চেষ্টা করে ভারত। রেইড ও ট্যাকল থেকে পয়েন্ট তুলে কিছুটা ব্যবধান কমায় চাইনিজ তাইপে। একপর্যায়ে ম্যাচের স্কোরলাইন ছিল ২৫-২২। এর কিছুক্ষণ পরে ভারতের পয়েন্ট হয় ৩০। তখন চাইনিজ তাইপের পয়েন্ট হয় ২৬। তবে শেষদিকে চাইনিজ তাইপেকে অলআউট করে ম্যাচ এগিয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ৩৫-২৮ পয়েন্টের জয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় দলটি।

টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে ভারতের মাটিতে। সেই আসরের ফাইনালে ইরানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতীয় নারী দল। এবারের আসরটিও ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রথমে ভেন্যু নির্ধারণ করা হয়েছিল রাজগিরে। পরে তা হায়দরাবাদে সরিয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত ভারতের বাইরে বাংলাদেশে আয়োজিত হয়েছে টুর্নামেন্টটি।

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য