Connect with us
ক্রিকেট

কোহলির আরও এক রেকর্ডে ভাগ বসালেন বাবর

Babar and Virat
বাবর আজম ও বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

বিরাট কোহলির আরও এক রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলির গড়া সর্বোচ্চ ৩৮ ফিফটি রেকর্ডে ভাগ বসিয়েছেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ ফিফটির মালিক এই দুইজন। 

গতকাল (রোববার) ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হয় পাকিস্তান। ম্যাচে ৪২ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন বাবার আজম। এই ফিফটির মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলির গড়া ৩৮ ফিফটির রেকর্ডে ভাগ বসান তিনি।
সিকান্দার রাজার বলে ক্যাচ আউট হওয়ার আগে বাবর খেলেন ৫২ বলে ৭২ রানের ইনিংস। ম্যাচে ৬৯ রানের জিতে ১ ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছেছে স্বাগতিক পাকিস্তান। ম্যাচসের হয়েছেন হ্যাট্রিক করা উসমান তারিক, বল হাতে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে হ্যাট্রিকসহ ৪ উইকেট তুলে নেন এই স্পিনার।

এখন পর্যন্ত ১২৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে ব্যাট করে ৪ হাজার ৩৯২ রান সংগ্রহ করেছেন বাবর আজম, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ১২৮.৭২ স্ট্রাইকরেটে ব্যাট করা এই ব্যাটারের সেঞ্চুরি রয়েছে ৩ টি, অর্ধশতক ৩৮ টি।



বিপরীতে, ১১৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে ব্যাট করে বিরাট কোহলির সংগ্রহ ৪ হাজার ১৮৮ রান, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১৩৭.০৪ স্ট্রাইকৃত ব্যাট করা বিরাটের সেঞ্চুরি রয়েছে ১টি।

প্রায় ৩ বছরের সেঞ্চুরি খরা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করেছিলেন বাবর। সেই সেঞ্চুরিতে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ডে ভাগ বসিয়েছেন বাবর। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি রেকর্ডে ভাগ বসালেন ৩১ বছর বয়সী এই ব্যাটার।

আগামী ২৭ নভেম্বর রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট