Connect with us
ক্রিকেট

গুয়াহাটি টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

Rickelton and Markram
দিনশেষে মাঠ ছাড়ছেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার। ছবি: সংগৃহীত

কলকাতা টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর এবার গুয়াহাটিতেও ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারত। দক্ষিণ আফ্রিকার প্রায় ১২ ঘণ্টা ব্যাটিংয়ের বিপরীতে ২ ঘণ্টা ব্যাট করতেও হিমশিম খেতে হয়েছে ভারতকে।

গতকাল (রোববার) দিন শেষে প্রোটিয়াদের পাহাড়সম রানের ব্যাখায় ভারতীয় স্পিনার কুলদীপ যাদব সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘এই উইকেট রাস্তার মতো’। তবে এবার সেই রাস্তাতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হলো ভারতকে।

ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া প্রোটিয়ারা ১ম ইনিংসে ১৫১.১ ওভারে মাথুসামির ১০৯ ও জনসনের ঝোড়ো ৯৩ রানে ভর করে সংগ্রহ করে ৪৮৯ রান। পাহাড়সম রান লিড নিয়ে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৯ রান।



দিনের শুরুটা বেশ ভালোভাবেই করেছিল দুই ভারতীয় ওপেনার জশওয়াল ও রাহুল, গড়েন ৬৫ রানের জুটি। ব্যক্তিগত ২২ রানে রাহুল ফিরলেও ফিফটি তুলে নেনে জশওয়াল। দলীয় ৯৫ ও ব্যক্তিগত ৫৮ রানে হার্মারের প্রথম শিকার হয়ে জশওয়াল ফিরলে ব্যাটিং বিপর্যয়ের মুখে পরে ভারত।

দলীয় ৯৬ রানে হার্মারের ২য় শিকার হয়ে ফেরেন সুদর্শন। এর পর একে একে ধ্রুব জুরেল, ঋষভ পান্ত, জাদেজা,  নিতীশ কুমার রেড্ডি কে ফেরান জনসন।

দলীয় ১৯৪ রানে হার্মারের ৩য় শিকার হন ওয়াশিংটন সুন্দর। ১৯৪ রানে ৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে ভারত।

শেষে কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরাহ’র উইকেট নেন জনসন। তাতেই ২০১ রানে গুটিয়ে যায় ভারতের ১ম ইনিংস। ব্যাটিংয়ের পর বল হাতেও ভারতের ব্যাটিংয়ের ধ্বস নামান মার্কাস জনসন। ব্যাট হাতে ঝোড়ো ৯৩ রানের পর বল হাতে তুলে নেন ৬ উইকেট। ইনিংসে ৩ উইকেট নিয়েছেন কলকাতা টেস্টের নায়ক স্পিনার হার্মার ও বাকী উইকেটটি মহারাজের দখলে।

ভারতকে গুঁড়িয়ে দিয়ে গোধূলি বেলায় ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। দিনশেষে ৮ ওভারে তাদের সংগ্রহ বিনা উইকেটে ২৬ রান। রিকেলটন ১৩ ও মারকরাম ১২ রানে অপরাজিত রয়েছেন। তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার লিড ৩১৪ রান।

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট