Connect with us
ফুটবল

বার্সাকে সরিয়ে শীর্ষ স্থান দখল করল রিয়াল মাদ্রিদ

Real Madrid team
বার্সাকে সরিয়ে শীর্ষে রিয়াল। ছবি: সংগৃহীত

বার্সেলোনাকে সরিয়ে শেষ পর্যন্ত লা লিগার শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচ জয়ের মধ্য দিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে আসেনি। এলচের মাঠে ২–২ ড্র করে এক পয়েন্ট পেয়েই আগের দিন বার্সেলোনার দখলে যাওয়া প্রথম স্থানে পুনরায় ফিরেছে জাবি আলোনসোর দল। শেষ মুহূর্তে জুড বেলিংহ্যামের দুর্দান্ত  গোল রিয়ালকে পরাজয় থেকে রক্ষা করেছে।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই কিছু সুযোগ পেলেও গোল করতে পারেনি। বিরতির পর দ্বিতীয়ার্ধেই খেলার মোড় পাল্টে যায়। ৫৩ মিনিটে গোল করে এলচেকে এগিয়ে দেন আলেশি ফেবাস। বক্সের ভেতর থেকে তার নিচু শট গোলরক্ষক থিবো কোর্তোয়া ফেরাতে পারেননি। পিছিয়ে পড়ার পর রিয়াল মাদ্রিদ সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে। ৭৮ মিনিটে বেলিংহ্যামের হেড থেকে যাওয়া বল ডি-বক্সে দাঁড়িয়ে শট দিয়ে গোল করে সমতায় ফেরান ডিন হুইসেন।

কিন্তু সেই গোলও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৮৪ মিনিটে দুর্দান্ত ফিনিশে আবারও এলচেকে এগিয়ে দেন আলভারো রদ্রিগেজ। ম্যাচ তখন রিয়ালের হাতছাড়া হওয়ার পথে। ঠিক তখনই ৮৭ মিনিটের সময় ডান দিক থেকে কিলিয়ান এমবাপ্পের কাটব্যাক ধরে জোরালো শটে ইংলিশ মিডফিল্ডার গোল করেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম। লিগের শেষ চার ম্যাচে তার তৃতীয় গোল এটি।



নির্ধারিত সময়ের পর যোগ করা অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এলচের ডিফেন্ডার ভিকি। ভিকির বিদায়ের সুযোগ নিয়ে আরও কিছু আক্রমণ চালায় রিয়াল মাদ্রিদ। কিন্তু আক্রমণ চালালেও শেষ পর্যন্ত সমতায় থেকেই ম্যাচ শেষ করতে হয়েছে তাদের। ফলে ২-২ গোলের সমতায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় দু’দলকে।

প্রথমার্ধে রিয়ালের সেরা দুটি সুযোগই আসে এমবাপ্পের পা থেকে। একবার তার জোড়ালো শট সোজা গোলকিপারের গায়ে লাগে যেজন্য গোল হয়নি। অন্যবার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রসে নেওয়া শট ঠেকিয়ে দেন পেনা। অন্যদিকে এলচেও একইভাবে কয়েকটি সুযোগ তৈরি করে। একবার রাফা মিরের শট দারুণভাবে বাঁচান গোলরক্ষক কোর্তোয়া।

রিয়ালের পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়নস লিগে। আগামী বুধবার (২৬ নভেম্বর) অলিম্পিয়াকোসের মাঠে খেলতে নামবে তারা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ২টায়।

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল