Connect with us
ক্রিকেট

আর কতবার তীরে এসে তরী ডুববে বাংলাদেশের

Bangladesh A team
গতকাল ফাইনাল হারার পর। ছবি: সংগৃহীত

সম্প্রতি টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উদযাপন করেছে বাংলাদেশ। দেখতে দেখতে ২৫ টি বছর ক্রিকেট খেলার পরেও বাংলাদেশের ভাগ্যে ট্রফি ছোঁয়ার স্বপ্নটা অধরাই থেকে গেল। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশের আরও আগেই কোনো আন্তজার্তিক ট্রফি জেতা উচিত ছিল বলে অনেক ক্রীড়া বিশেষজ্ঞ ও ভক্তরা মনে করেন। কিন্তু ‘ডু অর ডাই’ ম্যাচগুলোতে এসেই বাংলাদেশ বারংবার ভুল করে বসে। এতে ট্রফি হাতিছানির পাশাপাশি ভক্তরাও বারবার হতাশ হয়।

উত্থানটা সেই ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকেই শুরু হয় বাংলাদেশের। তারপর ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর পর ক্রিকেট বিশ্বে ‘বাংলাদেশ’ নামটি নতুন করে জানান দেয়।

এর পর বাংলাদেশের ক্রিকেট যাত্রাটা দ্রুত গতিতে এগুতে থাকে। কিন্তু বারবারই ভক্তদের হতাশা নিয়ে ঘরে ফিরতে হয়। দুই দুইবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি টাইগারদের। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে হারের ক্ষত এখনো ভুলতে পারেনি বাংলার ক্রিকেটপ্রেমীরা। যেখানে তামিম-সাকিবের দুর্দান্ত ফিফটির পরেও ২ রানে হারতে হয়েছিল বাংলাদেশকে।



২০১৬ সালের এশিয়া কাপ ফাইনালে আবারও বাংলাদেশ। মুখোমুখি হয়েছিল ভারতের। কিন্তু সেবারও ভক্তদের হতাশ করেছে টাইগাররা।

২০১৮ সালে নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে হার আরও একটি ক্ষত বাড়িয়ে দেয়। শেষ বলে ৫ রানের খোঁজে ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেন দীনেশ কার্তিক। তখনও ট্রফির খুব কাছে গিয়েও তা ছোঁয়ার সৌভাগ্য হয়নি টাইগারদের।

এছাড়াও নানান সময় বড় টুর্নামেন্টে গিয়ে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল খেলার সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ তা কাজে লাগাতে পারেনি।

সর্বশেষ গতকাল অনুষ্ঠিত হওয়া পাকিস্তান শাহীনসের বিপক্ষে বাংলাদেশের ‘এ’ দলের ফাইনাল ম্যাচেও হতাশা নিয়ে ফিরতে হয়েছে টাইগারদের। ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংস শেষ করে ১২৫/৯-এ। ড্র হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও ৪ বলে পাকিস্তান ম্যাচ জিতে নিয়ে শিরোপা হারায় বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে বিশ্বমঞ্চে কি বাংলাদেশের ট্রফি ছোঁয়াটা অধরাই থেকে যাবে? আর কতবার তারা ভক্তদের হতাশ করবে?

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট