Connect with us
ক্রিকেট

আইরিশ ক্রিকেটারদের লড়াকু মনোভাবে মুগ্ধ শান্ত

Shanto is impressed by the fighting spirit of the Irish cricketers.
নাজমুল হোসেন শান্ত। ছবি- বিসিবি

আয়ারল্যান্ডের ক্রিকেটারদের লড়াকু মনোভাবে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঢাকা টেস্টে আইরিশদের শেষ পর্যন্ত লড়াইয়ের প্রসংশা করেছেন এই ব্যাটার। একইসঙ্গে নিজ দলের ক্রিকেটারদের প্রশংসাও করেছেন এই তারকা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মিরপুরে আগে ব্যাট করতে নেমে ৪৭৬ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এরপর ৫০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯১ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

আইরিশদের হোয়াইটওয়াশের পর উচ্ছ্বসিত বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অবশ্যই বেশ ভালো লাগছে। সত্যি বলতে আমরা আশা করিনি পাঁচ দিন যাবে এই ম্যাচ। অনেক কষ্ট করে এই ইনিংসে দশটা উইকেট নিয়েছি আমরা। এটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আমরা সবাই এই ম্যাচটা খুব উপভোগ করেছি।’



সিলেট টেস্টে চারদিনেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই জয়টি এসেছিল ইনিংস ব্যবধানে। তবে ঢাকা টেস্ট গড়িয়েছে পাঁচ দিনে। এই ম্যাচে আরিশদের ফলো অনে পাঠানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ফলো অনে না পাঠিয়ে বড় টার্গেট দাড় করায় শান্তরা৷ আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত লড়াই করে খেলেছে সফররীরা। তাই তাদেরকে কৃতিত্ব দিতে ভুলেননি শান্ত।

আইরিশ ক্রিকেটারদের প্রশংসা করে শান্ত বলেন, ‘আমার মনে হয় এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। এখানে ছোট দল কিংবা বড় দল বলে কিছু নেই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে। এরকম একটা ৫ম দিনের উইকেটে এসে ওরা যেভাবে আমাদের বোলারদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তাই সত্যিই ভালো। ওদেরকে অবশ্যই এই কৃতিত্বটা দিতে হবে।’

একইসঙ্গে বাংলাদেশের বোলারদের প্রশংসা করে শান্ত বলেন, ‘পাশাপাশি আমি বলবো যে, আমাদের বোলাররা যেভাবে ধৈর্য নিয়ে বল করেছে, ওরাও কৃতিত্ব পাওয়ার যোগ্য। বিশেষ করে তাইজুল, মিরাজ, মুরাদ, খালেদ এবং এবাদত- প্রত্যেকেই যেভাবে দায়িত্ব নিয়ে বল করেছে, তারা সত্যিই প্রশংসার দাবিদার।’

টেস্ট সিরিজ শেষে এবার মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর যথাক্রমে সিরিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট